Indian Railways News: রেল যাত্রীদের জন্য সুখবর! চালু হল রাধিকাপুর ইন্টারসিটি ট্রেন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
North Dinajpur News: কখন চলবে এই ট্রেন, সময়সূচি জানেন কি?
উত্তর দিনাজপুর: দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান! ভোটের দোরগোড়ায় যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে চালু হল রাধিকাপুর ইন্টারসিটি।কখন চলবে এই ট্রেন, সময়সূচি জানেন কি?
রেলপথের যোগাযোগ উন্নত করার পাশাপাশি সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে উত্তর পূর্ব সীমান্ত রেল রাধিকাপুর- শিলিগুড়ি যাওয়ার নতুন একটি ট্রেনের উদ্বোধন হল। এই ট্রেনটির ট্রেন নং হল ৭৫৭০৫ (রাধিকাপুর- শিলিগুড়ি)।সপ্তাহে প্রতিদিনই এই ট্রেন যাবে।
আরও পড়ুনVande Bharat Express News: দুর্বার গতিতে অর্ধেক সময়ে গন্তব্যে! নতুন বন্দে ভারতে বাংলা-বিহার আরও কাছাকাছি
এই ট্রেন চালু হওয়ায় খুশি উত্তর দিনাজপুর জেলার মানুষ। ট্রেনটি উত্তর দিনাজপুরের রাধিকাপুর থেকে ছাড়বে বিকেল ৪ টা নাগাদ ও রায়গঞ্জ স্টেশনে পৌছাবে ৪ টা ৫১ মিনিটে এবং শিলিগুড়ি জংশনে পৌঁছাবে রাত্রি ৯ টা নাগাদ। আবার শিলিগুড়ি জংশন থেকে পুনরায় ট্রেনটি ছাড়বে সকাল ৬ টা নাগাদ রায়গঞ্জ স্টেশনে ৯.২৩ নাগাদ ও রাধিকাপুরে পৌছাবে, সকাল ১১ টা নাগাদ।
advertisement
advertisement
ট্রেনের স্টপেজ গুলো হল রাধিকাপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বারশই, ডালখোলা, কিশান্গঞ্জ, আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, বাগডোগরা এবং শিলিগুড়ি জংশন। হাই স্পিড যুক্ত এই ট্রেনের স্টপেজ গুলো খুব একটা বেশি না থাকায় দ্রুততার সঙ্গে যাতায়াত করবে এই ট্রেনটি। যার জন্য খুশির সাধারণ মানুষ। এতদিন শিলিগুড়ি থেকে রায়গঞ্জে আসার এবং রায়গঞ্জ থেকে বিকেলে শিলিগুড়িতে যাওয়ার তেমন কোন ট্রেন ছিল না। ফলে বিভিন্ন সময় সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। তবে দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে নতুন এই ট্রেনটি চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ।
advertisement
পিয়া গুপ্তা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2024 5:26 PM IST
