উপহারের টাকা অ্যাকাউন্টে ফেলুন! বিয়ের কার্ডে QR code ছেপে দিলেন বুদ্ধিমান দম্পতি

Last Updated:

গুগল পে এবং ফোন-পে এর ওই কোড থেকে যে কেউ ইচ্ছা করলেই উপহারের টাকা পাঠিয়ে দিতে পারবেন পাত্রপাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ।

#মাদুরাই: বিয়ে মানে আজকাল শুধু সাত পাক ঘোরা আর চার হাত এক হওয়াই নয় । বিয়ে মানে এখন একটা ইভেন্ট । গোটা বিষয়টি যেন সুষ্ঠ আর সুন্দর ভাবে হয়...সে দিনকে এখন প্রখর দৃষ্টি দেন দুই পরিবারের মানুষরা ।
দৃষ্টি নন্দন সাজগোজ, ডেকরেশন, মেকআপ, অতিথি আপ্যায়ন, খাওয়া দাওয়া, ফোটোগ্রাফি, সঙ্গে নতুন কিছু চমক.... এ যেন প্রায় সমস্ত বিয়েবাড়িতেই অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে । আর সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন বিশ্বের কোন প্রান্তে কী ঘটছে তা জানতে কারও বাকি নেই । একটু অন্য রকম কিছু ঘটলেই নিমেষে তা ভাইরাল হয়ে যায় ।
advertisement
যেমন হল তামিলনাড়ুর মাদুরাইয়ের এই বিয়েবাড়ির ক্ষেত্রে । বুদ্ধিমান পাত্র-পাত্রী নিজেদের বিয়ের কার্ডেই বসিয়ে দিলেন QR code । গুগল পে এবং ফোন-পে এর ওই কোড থেকে যে কেউ ইচ্ছা করলেই উপহারের টাকা পাঠিয়ে দিতে পারবেন পাত্রপাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ।
advertisement
সম্প্রতি করোনা আবহে অনেকেই অনুষ্ঠান বাড়িতে অতিথি তালিকায় কাটছাঁট করছেন । কেউ কেউ আবার উপহার আনায় নিষেধাজ্ঞা জারি করছেন । তবে উপহারে সম্পূর্ণরূপে বিধিনিষেধ আরোপ না করে এই দম্পতি সেরা পন্থাটি বেছে নিলেন । QR code-এর মাধ্যমে মোবাইল থেকে স্ক্যান করে সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার এই অভিনব পদ্ধতি সকলের পক্ষেই বেশ সুবিধার এবং ঝামেলামুক্ত ।
advertisement
কনের মা জয়ন্তী দেবী জানালেন, অতিথিদের মধ্যে অন্তত ৩০ জন এই পধ্দতিতে উপহারের টাকা পাঠিয়েছেন । তাঁদের পরিবারে এর আগে অবশ্য এমন উদ্যোগ কখনও নেওয়া হয়নি । তবে অভিনব এই পন্থা সকলেরই ভাল লেগেছে । আর বিয়ের কার্ডটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর তাঁদের কাছে বিষয়টি বিষদে জানতে চেয়ে প্রচুর ফোন আসছে ।
বাংলা খবর/ খবর/দেশ/
উপহারের টাকা অ্যাকাউন্টে ফেলুন! বিয়ের কার্ডে QR code ছেপে দিলেন বুদ্ধিমান দম্পতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement