কলকাতায় 'গোলি মারো' স্লোগান: ২ জনের পুলিশি হেফাজত, বিজেপিকর্মীর জামিন

Last Updated:

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপি-র মিছিল থেকে ওঠে 'গোলি মারো' স্লোগান৷

#কলকাতা: 'গোলি মারো' স্লোগান কাণ্ডে দুই ব্যক্তিকে পুলিশি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত৷ বিজেপি কর্মী ধ্রুব বসুর জামিন মঞ্জুর করেছে আদালত৷
রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপি-র মিছিল থেকে ওঠে 'গোলি মারো' স্লোগান৷ এই স্লোগান প্রথম শোনা গিয়েছিল দিল্লি নির্বাচনের আগে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের একটি প্রচার সভায়৷ যদিও অনুরাগ ঠাকুর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে দাবি করেছেন, ওই স্লোগান নাকি তিনি তোলেননি।
advertisement
advertisement
রবিবার রাতেই সিসিটিভি ফুটেজ দেখে এ ব্যাপারে শহরে তল্লাশি চালায় পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করে নিউ মার্কেট থানা। পুলিশ সূত্রে বলা হয়, ফৌজদারি দণ্ডবিধির ১৫৩-এ, ৫০৫, ৫০৬ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। যার মধ্যে দুটি জামিনযোগ্য ধারাও রয়েছে।
সোমবার নেতাজি ইন্ডোরে দলীয় কর্মসূচির উদ্বোধনেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে দিল্লির পরিস্থিতি ও বিতর্কিত গোলি মারো স্লোগানের নিন্দা শোনা যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'গোলি মারো স্লোগান প্ররোচনামূলক৷ স্লোগান যারা দিয়েছে, ব্যবস্থা নেওয়া হবে৷ এটা দিল্লি নয়, এটা বাংলা৷ কাউকে ছাড়া হবে না৷'
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কলকাতায় 'গোলি মারো' স্লোগান: ২ জনের পুলিশি হেফাজত, বিজেপিকর্মীর জামিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement