#নয়াদিল্লি: দেশজুড়ে চতুর্থ দফা ভোটগ্রহণের মধ্যেই একাধিক জায়গায় প্রচারে ব্যস্ত হেভিওয়েট নেতারা। আজ চতুর্থ দফায় ভাগ্য নির্ধারিত হবে একাধিক প্রখ্যাত নেতার । বিজেপি থেকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, সুভাষ ভামরে, এস এস আহলুওয়ালিয়া ও বাবুল সুপ্রিয়, কংগ্রেস প্রার্থী সলমন খুরশিদ ও অধীর রঞ্জন চৌধুরির ভাগ্য নির্ধারিত হবে আজ ।
বিজেপিকে কটাক্ষ করেছেন প্রাক্তন ক্রিকেটার ও কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু । বিজেপির প্রতি আনুগত্য প্রদর্শ করলেই সে দেশপ্রেমী কিন্তু কেউ দল ছাড়লেই তাঁকে দেশবিরোধী তকমা দেওয়া হয় , প্রতিক্রিয়া সিধুর । পাশাপাশি রাফাল দুর্নীতিই শেষপর্যন্ত নরেন্দ্র মোদির পরাজয়ের কারণ হবে, এমনই মত সিধুর ।
উত্তর-প্রদেশের অমেঠি লোকসভা কেন্দ্রে আরও একবার রাহুল গান্ধি বনাম স্মৃতি ইরানি জোরদার লড়াই । অমেঠি থেকে রাহুল হারলে রাজনীতি ছেড়ে দেবেন, মন্তব্য করেছেন সিধু।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elections 2019, Lok Sabha elections 2019, Navjot Singh Sidhu, Rahul Gandhi, Uttar Pradesh Lok Sabha Elections 2019, রাহুল গান্ধি