গোয়ায় শিরগাঁও যাত্রায় মর্মান্তিক ঘটনা! পুজো দিতে এসে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৭! আহত ৫০ জনের বেশি

Last Updated:

Shirgao Jatra Stampede: গোয়ার শিরগাঁওয়ে দেবী লাইরাইয়ের বাৎসরিক যাত্রায় পদদলিত হয়ে সাতজনের মৃত্যু ও পঞ্চাশেরও বেশি আহত। ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে প্রশাসন উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

যে হাসপাতালে আহতরা ভর্তি আছেন, সেই হাসাপাতালের ছবি।
যে হাসপাতালে আহতরা ভর্তি আছেন, সেই হাসাপাতালের ছবি।
শিরগাঁও, গোয়া | শতাব্দী প্রাচীন ধর্মীয় উৎসব। আগুনের কুণ্ড পেরোনো এক ব্যতিক্রমী আচার। দেবী লাইরাইয়ের নামে অনুষ্ঠিত এই বাৎসরিক যাত্রা গোয়ার অন্যতম বড় ধর্মীয় উৎসবগুলির মধ্যে পড়ে। কিন্তু ২০২৫-এর লাইরাই যাত্রা মনে থাকবে শুধুই মৃত্যু আর আতঙ্কের জন্য। পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন, আহত পঞ্চাশেরও বেশি। ভক্তি ও উন্মাদনার আবহে যে অদৃশ্য বিপদের ছায়া ছিল, তা যেন আরও একবার নগ্ন হয়ে উঠল।
advertisement

কী ঘটেছিল শনিবার ভোরে?

মন্দির চত্বর ও তার চারপাশে তখন উপচে পড়া ভিড়। হাজার হাজার ‘ধোঁড়’ (স্থানীয় বিশ্বাস অনুসারে নির্বাচিত ভক্ত) অগ্নিকুণ্ডে পায়ে হেঁটে যাত্রা শুরু করবেন। ঠিক সেই মুহূর্তে একটি ঢালু পথে নেমে আসার সময়, হঠাৎ করেই সামনে থাকা ভক্তদের একাংশ নিয়ন্ত্রণ হারান। হুড়োহুড়ি শুরু হয়। স্থানীয় স্বেচ্ছাসেবকরা ছুটে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চাপা পড়ে মৃত্যু ঘটে বেশ কয়েকজনের।
advertisement

ব্যর্থ ভিড়-নিয়ন্ত্রণ ব্যবস্থা?

এই যাত্রা ঘিরে প্রতিবছরই প্রায় ৫০ হাজার মানুষ জমায়েত হন। অতএব প্রশ্ন উঠছে, এত বড় জমায়েতের জন্য কি পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল? উপস্থিত স্থানীয়রা ও আহতদের পরিবার বলছেন, পুলিশের উপস্থিতি ছিল নগণ্য, জরুরি অবস্থার জন্য কোনও রুট ঠিক করে রাখা হয়নি, এবং আলোকসজ্জা ছিল অপ্রতুল।
advertisement
একজন প্রত্যক্ষদর্শী জানান, “একটা সময় মনে হচ্ছিল আমরা শ্বাস নিতে পারব না। কেউ পড়ে গেলে আর ওঠার উপায় ছিল না। আলো কম থাকায় অনেকেই বুঝতেই পারেননি কোথা দিয়ে বেরোবেন।”
ঘটনার পর গোয়া প্রশাসন উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, “এই মর্মান্তিক ঘটনার দায় কেউ এড়াতে পারবে না। আমরা তদন্ত করে দেখব কোথায় কোথায় ব্যর্থতা ছিল।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গোয়ায় শিরগাঁও যাত্রায় মর্মান্তিক ঘটনা! পুজো দিতে এসে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৭! আহত ৫০ জনের বেশি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement