দিয়েগো মারাদোনার 'লাইফ-সাইজ' মূর্তি তৈরি হবে গোয়ার সমুদ্র সৈকতে !

Last Updated:

এক বছরের মধ্যেই তৈরি করা হবে এই মূর্তি।

#গোয়া: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনা আর নেই ৷ একথা ভাবতেই কেমন যেন লাগছে ফুটবল প্রেমীদের ৷ আর্জেন্টিনা দেশটাকেই অনেকে তাঁর জন্য চিনেছে ৷ মারাদোনার খেলা দেখেই অনেকের বেড়ে ওঠা ৷ মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক দিয়েগো মারাদোনা প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০।মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় অস্ত্রোপচারের পর গত ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। তবে বাড়ি যাওয়ার অনুমতি মেলেনি। মদ্যপান সংক্রান্ত সমস্যার কারণে সরাসরি তাঁকে বুয়েনস আয়ার্সের একটি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় গত সপ্তাহ দুয়েক ধরে সেখানেই ছিলেন তিনি।
advertisement
মারাদোনার প্রয়াণে গোটা বিশ্বে নেমেছে শোকের ছায়া। ভারতেও নেমেছে শোকের ছায়া। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে সচিন তেন্ডুলকর রাহুল গান্ধি সকলেই শোকবার্তা জানিয়েছেন। মারাদোনা দু-দুবার কলকাতায় এসেছিলেন। ফুটবল ছিল তাঁর সব কিছু। আর তিনি ছিলেন ফুটবলের রাজকুমার। তাঁকে ছাড়া ফুটবল শব্দটাই হয় না। মারাদোনার জীবনে উত্থান -পতনও কম ছিল না। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভারতেও।
advertisement
আর্জেন্টিনার মারাদোনা দেশের গণ্ডি অতিক্রম করে সারা বিশ্বে নিজের নাম ও ভালোবাসা ছড়িয়ে দিয়েছিলেন। ফুটবলের জাদুকর তিনি। এবার তাঁর মৃত্যুতে ভারতে তৈরি হবে মারাদোনার লাইফ-সাইজ স্ট্যাচু বা মূর্তি। আজ এ কথা জানিয়েছেন গোয়ার পোর্ট মিনিস্টার মাইকেল লোবো। গোয়ার সমুদ্র সৈকতের কাছে তৈরি হবে এই মূর্তি। এক বছরের মধ্যেই তৈরি করা হবে এই মূর্তি।  মারাদোনাকেই শ্রদ্ধা জানাতেই এই প্রয়াস।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিয়েগো মারাদোনার 'লাইফ-সাইজ' মূর্তি তৈরি হবে গোয়ার সমুদ্র সৈকতে !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement