আস্থা ভোটে জয়, গোয়ায় প্রমোদই নতুন মুখ্যমন্ত্রী

Last Updated:

এ দিন প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পার্রীকর প্রসঙ্গে সাওয়ান্ত বলেন, 'এই গুরুদায়িত্ব পালন করার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করব৷ পার্রীকরজির মতো উচ্চতায় হয়তো নিজেকে নিয়ে যেতে পারব না৷

#গোয়া: আস্থা ভোটে জিতে গেলেন গোয়ার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত৷ বুধবার গোয়ায় আস্থা ভোটে ২০ জন বিধায়কের সমর্থন নিয়েই জিতে গেলেন প্রমোদ৷
এ দিন প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পার্রীকর প্রসঙ্গে সাওয়ান্ত বলেন, 'এই গুরুদায়িত্ব পালন করার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করব৷ পার্রীকরজির মতো উচ্চতায় হয়তো নিজেকে নিয়ে যেতে পারব না৷ কিন্তু নিজের সেরাটা দেব৷' কিন্তু গোয়ার মতো একটি ছোট রাজ্যে ২ জন উপমুখ্যমন্ত্রী কেন? তাতে প্রমোদের উত্তর, জোটের বাধ্যবাধকতার জেরেই এই সিদ্ধান্ত৷
advertisement
মনোহর পার্রীকরের মৃত্যুর পর গোয়ায় কংগ্রেস সরকার গড়ার দাবি করে৷ ক্ষমতা যাতে চলে না যায়, বিজেপি-ও চেষ্টার কসুর করেনি৷ গোয়ার নতুন সরকারে ২ জন উপমুখ্যমন্ত্রী৷ কারণ, দুটি ছোট দল বিজেপি-কে সমর্থন করছে৷ সেি দুই দলের নেতাকেই উপমুখ্যমন্ত্রীর পদ দিতে হয়েছে৷ এছাড়াও মন্ত্রিসভায় ৯ জন মন্ত্রী থাকছেন৷
advertisement
প্রমোদ সাওয়ান্তের সঙ্গে গোয়ায় মুখ্যমন্ত্রীর দাবিদার ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি৷ বিজেপি-র বৈঠকে সর্বসম্মত ভাবে প্রমোদকেই নির্বাচিত করা হয়৷
বাংলা খবর/ খবর/দেশ/
আস্থা ভোটে জয়, গোয়ায় প্রমোদই নতুন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement