হোম /খবর /দেশ /
নারীর সমানাধিকার, কাজের অধিকার, নাগপুরে দশেরার মঞ্চ থেকে সওয়াল আরএসএস প্রধানের

নারীর সমানাধিকার, কাজের অধিকার, নাগপুরে দশেরার মঞ্চ থেকে সওয়াল আরএসএস প্রধানের

ফাইল ছবি

ফাইল ছবি

মোহন ভাগবত এদিন মনে করিয়ে দেন, আমরা নারী পুরুষের মধ্যে কে বড়, তা নিয়ে কোনওরকম তর্ক করতে চাই না৷

  • Last Updated :
  • Share this:

#নাগপুর: নাগপুরে দশেরার মঞ্চ থেকে নারী অধিকারের বিষয়ে সরব হলেন আরএসএস প্রধান মোহন ভাগবত৷ তিনি বললেন, ‘‘মহিলাদের কাজের বা কর্মক্ষেত্রে যাওয়ার অধিকার দেওয়া আবশ্যক, সমস্ত বৃত্তে এই অধিকার তাঁদের পাওয়া উচিত৷’’ নাগপুরের মঞ্চ থেকে এই মন্তব্য করলেন তিনি৷ পাশাপাশি বললেন, ‘‘আমাদের নিজেদের পরিবার থেকে এই বদল শুরু করতে হবে৷ আমাদের সমাজের কাছে এই পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে হবে, পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে হবে সংগঠনে৷ মহিলারা যদি পুরুষের মতো সমান কালে কাজে অংশ না নেন, তা হলে দেশের উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে পড়বে৷’’

এ দিন আরএসএস-এর কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পর্বতারোহী সন্তোষ যাদব৷ ভাগবত মনে করিয়ে দেন, ‘‘আরএসএস-এর অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল মহিলাদের উপস্থিতি দীর্ঘদিন ধরেই একটি নিয়মে পরিণত হয়েছে৷ আমাদের সময়ে অংশ নিতেন অনুসিয়াবাই কালে৷ এর পর দীর্ঘ দিন ধরে আরএসএস-এর শিবিরের উপস্থিত থেকেছেন রাজকুমারী অমৃত কাউর৷ এরকম অসংখ্য উদাহরণ রেয়েছে৷’’

আরও পড়ুন : পুজো শেষ হতেই ফের বাড়ল কোভিড সংক্রমণ! রাজ্যজুড়ে বাড়ছে চিন্তা, দেখুন রিপোর্ট যা বলছে...

আরও পড়ুন :  অতিথির পাতে এই বিজয়ায় তুলে দিন বাড়িতে তৈরি সন্দেশ

মোহন ভাগবত এদিন মনে করিয়ে দেন, ‘‘আমরা নারী পুরুষের মধ্যে কে বড়, তা নিয়ে কোনওরকম তর্ক করতে চাই না৷ কারণ আমরা জানি, যে কোনও একজনের উপস্থিতি ছাড়া সমাজব্যবস্থা অচল হয়ে পড়বে৷ কোনও কিছুই সৃষ্টি হবে না৷ কারণ, এঁরা একে অপরের পরিপূরক, ভারতীয় দর্শন সে কথাই বলে৷ সে কারণে দেশ গড়ার কাজ করতে হবে নারী-পুরুষে মিলে৷’’

Published by:Uddalak B
First published:

Tags: Mohon Bhagwat