নারীর সমানাধিকার, কাজের অধিকার, নাগপুরে দশেরার মঞ্চ থেকে সওয়াল আরএসএস প্রধানের

Last Updated:

মোহন ভাগবত এদিন মনে করিয়ে দেন, আমরা নারী পুরুষের মধ্যে কে বড়, তা নিয়ে কোনওরকম তর্ক করতে চাই না৷

ফাইল ছবি
ফাইল ছবি
#নাগপুর: নাগপুরে দশেরার মঞ্চ থেকে নারী অধিকারের বিষয়ে সরব হলেন আরএসএস প্রধান মোহন ভাগবত৷ তিনি বললেন, ‘‘মহিলাদের কাজের বা কর্মক্ষেত্রে যাওয়ার অধিকার দেওয়া আবশ্যক, সমস্ত বৃত্তে এই অধিকার তাঁদের পাওয়া উচিত৷’’ নাগপুরের মঞ্চ থেকে এই মন্তব্য করলেন তিনি৷ পাশাপাশি বললেন, ‘‘আমাদের নিজেদের পরিবার থেকে এই বদল শুরু করতে হবে৷ আমাদের সমাজের কাছে এই পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে হবে, পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে হবে সংগঠনে৷ মহিলারা যদি পুরুষের মতো সমান কালে কাজে অংশ না নেন, তা হলে দেশের উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে পড়বে৷’’
এ দিন আরএসএস-এর কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পর্বতারোহী সন্তোষ যাদব৷ ভাগবত মনে করিয়ে দেন, ‘‘আরএসএস-এর অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল মহিলাদের উপস্থিতি দীর্ঘদিন ধরেই একটি নিয়মে পরিণত হয়েছে৷ আমাদের সময়ে অংশ নিতেন অনুসিয়াবাই কালে৷ এর পর দীর্ঘ দিন ধরে আরএসএস-এর শিবিরের উপস্থিত থেকেছেন রাজকুমারী অমৃত কাউর৷ এরকম অসংখ্য উদাহরণ রেয়েছে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন :  অতিথির পাতে এই বিজয়ায় তুলে দিন বাড়িতে তৈরি সন্দেশ
মোহন ভাগবত এদিন মনে করিয়ে দেন, ‘‘আমরা নারী পুরুষের মধ্যে কে বড়, তা নিয়ে কোনওরকম তর্ক করতে চাই না৷ কারণ আমরা জানি, যে কোনও একজনের উপস্থিতি ছাড়া সমাজব্যবস্থা অচল হয়ে পড়বে৷ কোনও কিছুই সৃষ্টি হবে না৷ কারণ, এঁরা একে অপরের পরিপূরক, ভারতীয় দর্শন সে কথাই বলে৷ সে কারণে দেশ গড়ার কাজ করতে হবে নারী-পুরুষে মিলে৷’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নারীর সমানাধিকার, কাজের অধিকার, নাগপুরে দশেরার মঞ্চ থেকে সওয়াল আরএসএস প্রধানের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement