রামমন্দির বিতর্ক উসকে সুব্রহ্মণ্যমের মসজিদ প্যাকেজ!
Last Updated:
রাম মন্দির নির্মান বিতর্কে এবার নিজের বাত গরম করলেন বিজেপির বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী ৷ গলা উঁচিয়ে প্রতিশ্রুতি দিলেন, তিনটি মন্দিরের বদলে ৩৯,৯৯৭ টি মসজিদ গঠন করা হবে ! শুধু তাই নয়, এই মর্মে নিজের ট্যুইটারে ‘লর্ড কৃষ্ণা’ নামে এক প্যাকেজের কথা বললেন সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষের উদ্দ্যেশে ৷
#নয়াদিল্লি: রাম মন্দির নির্মান বিতর্কে এবার নিজের বাত গরম করলেন বিজেপির বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী ৷ গলা উঁচিয়ে প্রতিশ্রুতি দিলেন, তিনটি মন্দিরের বদলে ৩৯,৯৯৭ টি মসজিদ গঠন করা হবে ! শুধু তাই নয়, এই মর্মে নিজের ট্যুইটারে ‘লর্ড কৃষ্ণা’ নামে এক প্যাকেজের কথা বললেন সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষের উদ্দ্যেশে ৷
বিজেপির বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী রবিবার টুইটার অ্যাকাউন্টে মুসলিম সম্প্রদায়ের জন্য অভিনব এক প্যাকেজের ঘোষণা করেন ৷ যার পোশাকি নাম ‘লর্ড কৃষ্ণা প্যাকেজ’ ৷ তাঁর এই 'লর্ড কৃষ্ণা' নামক প্যাকেজটিতে মুসলিম নেতাদের আহ্বান জানানো হয়েছে মন্দির নির্মাণে সাহায্য করার জন্য। এদিন সকালে সুব্রহ্মণ্যম স্বামী টুইটারে লেখেন, "আমরা হিন্দুরা মুসলিমদের জন্য লর্ড কৃষ্ণ নামের একটি প্রকল্প চালু করছি। যা হল- আমাদের তিনটি মন্দির দিলে আমরা ৩৯,৯৯৭টি মসজিদ দেব। আশা করব মুসলিম নেতারা কেউ দুর্যোধনের মতো আচরণ করবেন না।" তিনটি মন্দিরের বদলে ১৩ হাজার ৩৩৩ গুন মসজিদ কোন যুক্তিতে বা কোথায় গঠন করা হবে তা নিশ্চিত করেননি বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী রাম মন্দির নির্মাণের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন দীর্ঘদিন ধরেই। রাম মন্দির বিতর্কে রাজনীতিকে জড়ানো হবে না আগেই জানিয়েছিলেন তিনি। চলতি বছরের মধ্যেই রাম মন্দির নির্মাণের কথাও বলেছিলেন এই নেতা । তাঁর বক্তব্য ছিল, "এই বছর আমরা মন্দির নির্মাণ না করতে পারলে পরের বছর নির্বাচনের কারণে তা সম্ভব হবে না। ২০১৮ সালে আমাদের মন্দির নির্মাণ করতেই হবে। তার পরের বছর আবার লোকসভা নির্বাচন আছে। প্রতি বছরেই নির্বাচন হবে। সেই কারণে আমাদের কর্মসূচি বন্ধ রাখতে পারি না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 10, 2016 3:11 PM IST