সর্বনাশ রুখতে অবিলম্বে গরিবের হাতে টাকা দিন মোদিজি, ঋণ নয়: রাহুল গান্ধি

Last Updated:

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের চরিত্র নিয়েও প্রশ্ন তুললেন রাহুল৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে লকডাউনে ক্ষতিগ্রস্থ দেশের গরিব মানুষের হাতে অবিলম্বে নগদ টাকা না-দিলে বড়সড় সর্বনাশ অপেক্ষা করছে৷ শনিবার Zoom ভিডিও কলে একটি সাংবাদিক সম্মেলনে কেন্দ্রকে সতর্কবার্তা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের চরিত্র নিয়েও প্রশ্ন তুললেন রাহুল৷
advertisement
২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজকে 'লোন প্যাকেজ' আখ্যা দিয়ে তাঁর অভিযোগ, এই প্যাকেজ কোনও ভাবেই চাষি ও পরিযায়ী শ্রমিকদের স্বস্তি দেবে না৷ তাঁর কথায়, 'আমাদের দেশের মানুষের হাতে টাকা চাই৷ এই প্যাকেজ পুনর্বিবেচনা করা উচিত প্রধানমন্ত্রীর৷ সরাসরি ব্যাঙ্কে টাকা দেওয়ার কথা ভাবা উচিত মোদিজির৷ একই সঙ্গে MNREGA প্রকল্পে ২০০ দিন কাজ, চাষিদের জন্য টাকা দরকার৷ কারণ ওঁরাই দেশের ভবিষ্যত্‍৷'
advertisement
গত বছর লোকসভা ভোটের মুখে কংগ্রেস ক্ষমতায় এলে NYAY প্রকল্পের ঘোষণা করেছিল৷ অতিদরিদ্র পরিবারগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার টাকা দেওয়া হত ওই স্কিমে৷ রাহুল সেই ঘোষণার প্রসঙ্গে টেনে বলেন, কেন্দ্রেরও এই ধরনের প্রকল্প ভাবা উচিত৷
তিনি বলেন, 'যে পরিযায়ী শ্রমিকরা রাস্তায় হাঁটছেন, তাঁদের টাকার দরকার, ঋণ নয়৷ যে কৃষকরা টাকার অভাবে ধুঁকছেন, তাঁদের ঋণের দরকার নেই৷ নগদ টাকা দিন৷ এখনই যদি তাঁদের হাতে টাকা না-দেওয়া হয় ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে৷'
বাংলা খবর/ খবর/দেশ/
সর্বনাশ রুখতে অবিলম্বে গরিবের হাতে টাকা দিন মোদিজি, ঋণ নয়: রাহুল গান্ধি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement