হোমে দৃষ্টিহীন-মূক যুবতীকে ২ মাস ধরে ধর্ষণ দারোয়ানের, ডাক্তার পোড়াল...!

Last Updated:

বিলাওয়া থানার ইন্সস্পেক্টর অমিত বাধোরিয়ার কথায়, 'সম্প্রতি ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন৷ ওই হোমের ডাক্তার বি কে শর্মা যুবতীকে জোর করে গর্ভপাত করিয়ে তারপর ফিটাস পুড়িয়ে দেয়৷ প্রমাণ লোপাট করতে৷'

#গোয়ালিওর: মুজফফরপুরের নৃশংসতা এ বার গোয়ালিওরে৷ ফের শেল্টার হোমে অন্ধ ও মূক যুবতীকে দিনের পর দিন ধর্ষণ করা হল৷ শুধু তাই নয়, গর্ভপাত করিয়ে পুড়িয়ে দেওয়া হল ফিটাস৷ ঘটনায় ৪ ডাক্তার-সহ ৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ এর মধ্যে ৩ ডাক্তার-সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে৷ বাকিরা পলাতক৷
পুলিশ জানিয়েছে, ২৪ বছরের ওই যুবতী অন্ধ ও মূক৷ স্নেহালয় নামে একটি বিদেশি টাকায় চলা হোমে থাকতেন তিনি৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে বিষয়টি সামনে আসে৷ ওই যুবতীরই রুমমেট জানিয়েছেন, গত দু মাস ধরে এই হোমের দারোয়ান সাহাব সিং গুরজার প্রতিদিন ধর্ষণ করত৷ কথা বলতে না-পারায় ওই মহিলাকে রোজ অত্যাচার সহ্য করতে হত৷ এমনকী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় কয়েক জন ডাক্তার ওঁর গর্ভপাত করিয়ে ফেটাস পুড়িয়ে ফেলে৷
advertisement
News 18 Bangla Creative News 18 Bangla Creative
advertisement
বিলাওয়া থানার ইন্সস্পেক্টর অমিত বাধোরিয়ার কথায়, 'সম্প্রতি ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন৷ ওই হোমের ডাক্তার বি কে শর্মা যুবতীকে জোর করে গর্ভপাত করিয়ে তারপর ফেটাস পুড়িয়ে দেয়৷ প্রমাণ লোপাট করতে৷' ঘটনায় ওই ডাক্তারের স্ত্রী ডা ভাবনা, হোমের ম্যানেজার জয়প্রকাশ শর্মা, চিকিত্‍‌সক বিবেক শাহু, সুপারভাইজার রবি বাল্মীকি ও ওয়ার্ডেন গিররাজ বাঘেলকে গ্রেফতার করা হয়েছে৷ মূল অভিযুক্ত পলাতক৷ সেই দারোয়ানকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে বলেও জানিয়েছে পুলিশ৷
advertisement
আরও ভিডিও: আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ
বাংলা খবর/ খবর/দেশ/
হোমে দৃষ্টিহীন-মূক যুবতীকে ২ মাস ধরে ধর্ষণ দারোয়ানের, ডাক্তার পোড়াল...!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement