হোমে দৃষ্টিহীন-মূক যুবতীকে ২ মাস ধরে ধর্ষণ দারোয়ানের, ডাক্তার পোড়াল...!
Last Updated:
বিলাওয়া থানার ইন্সস্পেক্টর অমিত বাধোরিয়ার কথায়, 'সম্প্রতি ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন৷ ওই হোমের ডাক্তার বি কে শর্মা যুবতীকে জোর করে গর্ভপাত করিয়ে তারপর ফিটাস পুড়িয়ে দেয়৷ প্রমাণ লোপাট করতে৷'
#গোয়ালিওর: মুজফফরপুরের নৃশংসতা এ বার গোয়ালিওরে৷ ফের শেল্টার হোমে অন্ধ ও মূক যুবতীকে দিনের পর দিন ধর্ষণ করা হল৷ শুধু তাই নয়, গর্ভপাত করিয়ে পুড়িয়ে দেওয়া হল ফিটাস৷ ঘটনায় ৪ ডাক্তার-সহ ৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ এর মধ্যে ৩ ডাক্তার-সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে৷ বাকিরা পলাতক৷
পুলিশ জানিয়েছে, ২৪ বছরের ওই যুবতী অন্ধ ও মূক৷ স্নেহালয় নামে একটি বিদেশি টাকায় চলা হোমে থাকতেন তিনি৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে বিষয়টি সামনে আসে৷ ওই যুবতীরই রুমমেট জানিয়েছেন, গত দু মাস ধরে এই হোমের দারোয়ান সাহাব সিং গুরজার প্রতিদিন ধর্ষণ করত৷ কথা বলতে না-পারায় ওই মহিলাকে রোজ অত্যাচার সহ্য করতে হত৷ এমনকী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় কয়েক জন ডাক্তার ওঁর গর্ভপাত করিয়ে ফেটাস পুড়িয়ে ফেলে৷
advertisement
advertisement
বিলাওয়া থানার ইন্সস্পেক্টর অমিত বাধোরিয়ার কথায়, 'সম্প্রতি ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন৷ ওই হোমের ডাক্তার বি কে শর্মা যুবতীকে জোর করে গর্ভপাত করিয়ে তারপর ফেটাস পুড়িয়ে দেয়৷ প্রমাণ লোপাট করতে৷' ঘটনায় ওই ডাক্তারের স্ত্রী ডা ভাবনা, হোমের ম্যানেজার জয়প্রকাশ শর্মা, চিকিত্সক বিবেক শাহু, সুপারভাইজার রবি বাল্মীকি ও ওয়ার্ডেন গিররাজ বাঘেলকে গ্রেফতার করা হয়েছে৷ মূল অভিযুক্ত পলাতক৷ সেই দারোয়ানকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে বলেও জানিয়েছে পুলিশ৷
advertisement
আরও ভিডিও: আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2018 10:00 AM IST