শেষকৃত্যের পরও ‘জীবিত’ যুবতী !

Last Updated:

মৃত ভেবে যার শেষকৃত্য সম্পন্ন করার পরে সেই বেঁচে ফিরল ৷ ছত্তিশগড়ের মহাসমুন্দ্র ব্লকের ঘটনা ৷

#রায়পুর: মৃত ভেবে যার শেষকৃত্য সম্পন্ন করার পরে সেই বেঁচে ফিরল ৷ ছত্তিশগড়ের মহাসমুন্দ্র ব্লকের ঘটনা ৷ জানা গিয়েছে, পয়লা মার্চ অমৃতা নামে এক যুবতী নিখোঁজ হয়ে যায় ৷ অনেক খোঁজার পরও যখন তার কোনও হদিশ মেলেনি তখন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে তার পরিবারের সদস্যরা ৷ এর কয়েকদিন পর ১২ মার্চ ওই যুবতীর মৃতদেহ পাওয়া গিয়েছে বলে খবর আসে ৷ থানায় ডেকে পাঠানো হল মৃতদেহকে অমৃতা বলে শনাক্ত করে পরিবারের সদস্যরা ৷
পুলিশ তাদের কাছে মৃতদেহ তুলে দিল রীতি নিয়ম মেনে ১৩ মার্চ শেষকৃত্য সম্পন্ন করা হয় ৷ এর কয়েকদিন পর গ্রামের এক যুবকের কাছে ফোন আসে ৷ যিনি ফোন করেন সে নিজেকে অমৃতা বলে পরিচয় দেয় ৷ হতবাক যুবক তাকে পুরো বিষয়টি জানায় ৷ নিজের মৃত্যুর খবর শুনে অবাক হয়ে যায় অমৃতা ৷ ফোনে জানায় সে বেঁচে আছে, এবং গুজরাতে রয়েছে ৷
advertisement
ভারতীর বাবা জানান, পুলিশের কাছে খবর পেয়ে মৃতদেহ শনাক্ত করতে যায় তিনি ৷ মৃতদেহের চেহারা বিকৃত ছিল ৷ কিন্তু হাতের বালা ও মুখের আদল দেখে মৃতদেহটি মেয়ের বলে মনে হয়েছিল ৷ কিন্তু শেষকৃত্যের পর জানতে পারেন অমৃতার ফোনের কথা ৷ ফোনের যে অডিও তাকে শোনানো হয়েছে তাতে মেয়েটির গলা শুনে অমৃতাই মনে হয়েছে ৷ তবে তাকে সামনা সামনি না দেখে বা কথা বলে সত্যিটা বোঝা যাচ্ছে না ৷ তার মেয়ে আসলে বেঁচে আছে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটছে না ৷ এখন প্রশ্ন হচ্ছে যদি অমৃতা বেঁচে থাকে তাহলে কার মৃতদেহের সৎকার করা হয়েছে ৷ তবে একটি অডিও টেপ ছাড়া অমৃতার বেঁচে থাকার কোনও প্রমাণ মেলেনি এখনও ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
শেষকৃত্যের পরও ‘জীবিত’ যুবতী !
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement