ছেলে নয়, দত্তক নিলে মেয়েই ঘরে আনছে নতুন ভারত

Last Updated:
#নয়াদিল্লি: কন্যার কদর বাড়ছে ভারতে? ভারতে কন্যা সন্তানকে অবহেলা করা হয় বলে দীর্ঘ দিনের অভিযোগে খানিকটা প্রলেপ৷ খুশির খবরটি হল, ভারতে বাড়ছে কন্যা সন্তান দত্তক নেওয়ার প্রবণতা৷ সরকারি ডেটা বলছে, ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে দেশে মোট ১১ হাজার ৬৪৯টি শিশুকে দত্তক নেওয়া হয়েছে৷ তার মধ্যে ৬ হাজার ৯৬২ কন্যা ও ৪ হাজার ৬৮৭টি ছেলে৷ বর্তমানে মেয়েদের দত্তক নেওয়ার প্রবণতাই দেখা যাচ্ছে বেশির ভাগ দম্পতিকে৷
২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে ৩ হাজার ১১টি শিশুকে দত্তক নেওয়া হয়েছে ভারতে৷ তার মধ্যে ১ হাজার ৮৫৫টি কন্যা৷ ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে ৩ হাজার ২১০টি শিশু দত্তক নেওয়া হয়েছে৷ তার মধ্যে ১ হাজার ৯১৫টি কন্যা৷ ২০১৭-১৮-র মধ্যেও কন্যা সন্তান নেওয়ার প্রবণতা দেখা গিয়েছে ভারতে৷ ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে ৩ হাজার ২৭৬টি দত্তক নেওয়া শিশুর মধ্যে ২ হাজার ১৫২টিই কন্যা৷
advertisement
কেন্দ্রীয় সরকারের ডেটায় দেখা যাচ্ছে, সব একসঙ্গে মিললে দেখা যাচ্ছে ভারতে মোট দত্তক সন্তানের মধ্যে ৬০ শতাংশই কন্যা৷ দেশের মধ্যে দত্তক নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ৬৯ শতাংশই কন্যা সন্তান৷ কর্নাটকের শিশুকল্যাণ দফতরের এক আধিকারিকের বক্তব্য, বেশির ভাগ দম্পতিই চাইছেন কন্যা সন্তান দত্তক নিতে৷ তবে শহর ও গ্রামে একই পরিস্থিতি কিনা, সে বিষয়ে জানা যায়নি৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ছেলে নয়, দত্তক নিলে মেয়েই ঘরে আনছে নতুন ভারত
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement