• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • রোজভ্যালি কাণ্ডে বাগুইআটি থানার ডিউটি অফিসারকে জিজ্ঞাসাবাদ CBI- এর

রোজভ্যালি কাণ্ডে বাগুইআটি থানার ডিউটি অফিসারকে জিজ্ঞাসাবাদ CBI- এর

রোজভ্যালি কাণ্ডে বাগুইআটি থানার ডিউটি অফিসার মধুসূদন বাগকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই

রোজভ্যালি কাণ্ডে বাগুইআটি থানার ডিউটি অফিসার মধুসূদন বাগকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই

রোজভ্যালি কাণ্ডে বাগুইআটি থানার ডিউটি অফিসার মধুসূদন বাগকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই

 • Share this:
  #কলকাতা: রোজভ্যালি কাণ্ডে বাগুইআটি থানার ডিউটি অফিসার মধুসূদন বাগকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। ২০১২ সালে বাগুইহাটিতে রোজভ্যালির 'অদ্রিজা'-য় আচমকা হানা দিয়েছিলেন সেবি আধিকারিকরা। হদিশ মেলে বেআইনি আর্থিক লেনদেনের।
   বাগুইহাটি থানায় এফআইআর দায়ের করতে গেলে,  এফআইআর নিতে অস্বীকার করে বাগুইহাটি থানা। শুধুমাত্র জিডি নিয়ে ছেড়ে দেওয়া হয়।  এরপর সেবি আধিকারিকরা সিবিআইকে পুরো বিষয়টি জানায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মধুসূদন বাগকে তলব করে সিবিআই। শনিবার, ২  ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলেছে।
  রোজভ্যালি তদন্তে এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করে  ইডি।ইডি সূত্রের খবর, রোজভ্যালির খরচে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন ঋতুপর্ণা৷ কেন টলিউড অভিনেত্রীকে বিদেশ ভ্রমণের খরচ জোগাল গৌতম কুণ্ডুর সংস্থা, সে বিষয়ে তথ্য পেতেই ঋতুপর্ণাকে তলব করা হয়৷ কয়েকটি সিনেমার স্বত্ত্ব কেনে রোজভ্যালি৷ সেই প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত৷ সে বিষয়েও অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে ইডি৷ অন্যদিকে, রোজভ্যালি প্রোডাকশনের ব্যানারে তৈরি ‘মনের মানুষ’ ও ‘হ্যাংওভার’ ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷
  First published: