Ghulam Nabi Azad: কংগ্রেস ছাড়লেন গুলাম নবি আজাদ! ৫ পাতার চিঠিতে ক্ষোভ উগরে দিলেন সনিয়াকে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Ghulam Nabi Azad: গুলাম নবি আজাদের লেখা পাঁচ পাতার চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'রাহুল গান্ধি দলে সক্রিয় হওয়ার পর দল কার্যত ধ্বংসের দিকে এগোচ্ছে।
#নয়াদিল্লি: কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ সহ সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ। জম্মু-কাশ্মীরের নির্বাচন কমিটির চেয়ারম্যানের পদ থেকে কয়েক দিন আগেই ইস্তফা দিয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। শুক্রবার আরও বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই কাশ্মীরি নেতা। কংগ্রেসই ছেড়ে দিলেন গুলাম।
প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ শুক্রবার প্রাথমিক নেতৃত্ব সহ দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন, দলের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধির কাছে একটি পাঁচ পৃষ্ঠার নোট পাঠিয়েছেন যেখানে তিনি দলের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক এবং ইন্দিরা গান্ধির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলেছেন। স্বাস্থ্য সমস্যা উল্লেখ করে জম্মু ও কাশ্মীরের সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করার কয়েকদিন পরই, গুলাম নবী আজাদ তার বিশদ পদত্যাগপত্রে লিখেছেন কংগ্রেস দলের পরিস্থিতি 'নো রিটার্ন'-এর পর্যায়ে পৌঁছেছে।
advertisement
Congress leader Ghulam Nabi Azad severs all ties with Congress Party pic.twitter.com/RuVvRqGSj5
— ANI (@ANI) August 26, 2022
advertisement
গুলাম নবি আজাদের লেখা পাঁচ পাতার চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'রাহুল গান্ধি দলে সক্রিয় হওয়ার পর দল কার্যত ধ্বংসের দিকে এগোচ্ছে। দলে কোনো গণতন্ত্র নেই। প্রবীণ নেতাদের কোণঠাসা করে রাখা হয়েছে।' বর্ষীয়ান কংগ্রেস নেতা পদত্যাগপত্রে দাবি করেছেন, ২০১৪ সালে ইউপিএ সরকারের হারের অন্যতম কান্ডারি রাহুল গান্ধিই। তাঁর অপরিণতমনস্কতা এবং ছেলেমানুষিই এই পরাজয় ডেকে আনে। যেভাবে তিনি কেন্দ্রীয় সরকারের পাশ করানো একটি অর্ডিন্যান্স প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছিলেন, তাতেই প্রচারের হাতিয়ার পেয়েছিল বিরোধীরা।
advertisement
এখানেই থামেননি আজাদ। দীর্ঘ চিঠিতে তিনি আরও দাবি করেছেন, “২০১৪ সালের পর রাহুলের নেতৃত্বে কংগ্রেস দুটি লোকসভা নির্বাচনে লজ্জাজনকভাবে হেরেছে। ৪৯টি রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে ৩৯টি হেরেছে। এর মধ্যে কংগ্রেস নিজের দমে মাত্র ৪টি রাজ্যের বিধানসভা ভোটে জিতেছে। আর ৬ বার জোটসঙ্গীদের সঙ্গে ক্ষমতায় এসেছে। দুঃখজনকভাবে আজ কংগ্রেস মাত্র দুটি রাজ্যে ক্ষমতায়। আর দুটি রাজ্যে শাসক জোটের প্রান্তিক শক্তি।” আজাদ বলছেন, “২০১৯ লোকসভা নির্বাচনের পর দলের অবস্থা আরও খারাপ হচ্ছে। এর মধ্যে রাহুল দলকে বিপদে ফেলে ইস্তফা দিলেন। তার আগেই অবশ্য দলের প্রবীণ নেতাদেরও যথেচ্ছভাবে অপমান করেছেন রাহুল।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2022 12:07 PM IST