Anant Ambani-Radhika Merchant Pre Wedding: অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং-এ উপস্থিত গৌতম আদানি, জমজমাট জামনগর

Last Updated:

তিন দিনব্যাপী এই প্রাক-বিবাহ উৎসবে গুজরাতের জামনগরে বসেছে চাঁদের হাট৷ দেশ-বিদেশের তাবড় তারকাদের মেলায় সেজে উঠেছে জামনগর৷ কে নেই এই উৎসবে!

জামনগর: শিল্পপতি গৌতম আদানি পৌঁছলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের অনুষ্ঠানে ৷ মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্তের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট ৷
তিন দিনব্যাপী এই প্রাক-বিবাহ উৎসবে গুজরাতের জামনগরে বসেছে চাঁদের হাট৷ দেশ-বিদেশের তাবড় তারকাদের মেলায় সেজে উঠেছে জামনগর৷ কে নেই এই উৎসবে! বিনোদন জগতের তারকা থেকে তারকা খেলোয়াড়, রাজনীতিবিদ, শিল্পপতি থেকে বিদেশের রাজপরিবারে সদস্য ও নামীদামি ব্যক্তিত্বরা গুজরাতের জামনগরে রয়েছে এই অনুষ্ঠানে৷ ১-৩ তারিখ গুজরাতের জামনগরে রিলায়েন্স গ্রিনস-এ অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহের একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে৷
advertisement
advertisement
তিন দিনব্যাপী এই প্রাক-বিবাহ উৎসবে এক-এক দিন রাখা হচ্ছে এক-এক রকম থিম। প্রথম দিনের থিম ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’। যার ড্রেস কোড ছিল ‘এলিগ্যান্ট ককটেল’। আবার দ্বিতীয় দিনের থিম ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড’। ‘জাঙ্গল ফিভার’ ছিল ড্রেস কোড। আর ওই দিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল জামনগরে আম্বানিদের অ্যানিম্যাল রেসকিউ সেন্টার বনতারার বাইরে। ফলে আরামদায়ক পোশাক এবং জুতো পরার পরামর্শ দেওয়া হয়েছিল। সেভাবেই সকলে সেজেছিলেন৷ অনন্ত আম্বানির স্বপ্নের প্রোজেক্ট এই বনতারা৷ গোটা বিষয়টি তিনি তাঁর মনের মতো করে সাজিয়ে তুলেছেন৷
advertisement
আরও পড়ুনজামনগরে মিশে গেল ক্রিকেট-বলিউড! অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসবে চাঁদের হাট
এরপরের থিম ছিল ‘মেলা রুজ’-এর জন্য অতিথিদের বদলে ফেলতে হবে সাফারি-থিমের আউটফিট। এর জন্য ড্রেস কোড রাখা হয়েছে ‘ড্যাজলিং দেশি রোমান্স’। এক্ষেত্রে দক্ষিণ এশীয় পোশাক পরতে হয়েছিল সকল আমন্ত্রিতকে। আর শেষ দিনে দু’টি বড় অনুষ্ঠান। এর মধ্যে প্রথমটি হল ‘টাস্কার ট্রেলস’। এক্ষেত্রে ড্রেস কোড ক্যাজুয়াল চিক। শেষ পার্টির নাম ‘হস্তাক্ষর’। সন্ধ্যার এই অনুষ্ঠানের ড্রেস কোড দুর্দান্ত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক।
advertisement
প্রথম দিনের নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, মঞ্চ মাতিয়েছেন পপতারকা রিহানা। সঙ্গে ছিল সির্ক ডি সোলেই-এর পারফরম্যান্স, বনতারা শো আর ম্যাজিক্যাল ড্রোন শো-ও। আর দুর্দান্ত ডিনার এবং আফটার পার্টি দিয়ে সমাপ্ত হয়েছে প্রথম দিনের অনুষ্ঠান। এরপরের দিন বলিউড তারকাদের নাচ গানে ভরপুর ছিল রাতের পার্টি৷ শাহরুখ-সলমন, আমির, একসঙ্গে তিন খান হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant Pre Wedding: অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং-এ উপস্থিত গৌতম আদানি, জমজমাট জামনগর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement