মাটি খুঁড়ে মিলল দক্ষিণ ভারতের সব চেয়ে পুরনো গণেশমূর্তি, বিস্মিত করবে এর বৈশিষ্ট্য!

Last Updated:

খুব সম্ভবত এটিই দক্ষিণ ভারত থেকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া গণেশমূর্তির তালিকায় সব চেয়ে প্রাচীন বলে নিজের স্থান দখল করতে পারে।

#অনন্তপুর: অতীতের যে কোনও নিদর্শনই আমাদের সেই নির্দিষ্ট সময়টিকে বুঝতে সাহায্য করে থাকে। সেই নিদর্শন যদি কোনও স্থাপত্য বা ভাস্কর্য হয়, তাহলে সময়, তার অধিবাসীদের মানসিকতার সঙ্গে সঙ্গে একটি বাড়তি বিষয়ও আলোচনার কেন্দ্রে চলে আসে- সেটি হল শিল্পকলার বিকাশ। কেন না, শিল্পকলা প্রতি যুগে সময়ের দাবি অনুসারে রূপ বদল করতে থাকে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর থেকে যে গণেশের মূর্তিটি মাটি খুঁড়ে উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা, সেটিকে ঘিরেও নানা সম্ভাবনার সূত্রে আলোচনা চলছে। তবে সব চেয়ে বেশি করে যে তথ্যটি বিস্মিত করেছে প্রত্নতাত্ত্বিকদের, তা হল মূর্তিটির বয়স। তঁরা বলছেন যে খুব সম্ভবত এটিই দক্ষিণ ভারত থেকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া গণেশমূর্তির তালিকায় সব চেয়ে প্রাচীন বলে নিজের স্থান দখল করতে পারে।
জানা গিয়েছে যে এই প্রত্নতাত্ত্বিক অভিযানটি সংঘটিত হয়েছিল অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি কৃষিক্ষেত্রে। এই জায়গায় এসে সামান্য হলেও অবাক হতে হয়। সাধারণত সেই সব স্থানেই প্রত্নতাত্ত্বিক খননকার্য বেশি চলে যেখানে মাটির নিচে কোনও স্থাপত্য আবিষ্কারের সম্ভাবনা থাকে। কিন্তু এক্ষেত্রে সে সব কিছু ছিল না। এটি নিতান্তই চাষের জমি, যা প্রাক্তন মন্ত্রী এন রঘুবীর রেড্ডির মালিকানাধীন। তাহলে ই শিবনাগী রেড্ডির নেতৃত্বে ওই এলাকায় খননকার্য সম্পাদিত হল কেন?
advertisement
কারণ আশেপাশের অঞ্চল থেকে এর আগে উদ্ধার হওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মদকাশীর মণ্ডলের অন্তর্গত নীলকণ্ঠপুরম গ্রাম থেকে অতীতে মূল্যবান প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হয়েছে। সেই সূত্র ধরেই আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে এবার শিবনাগীর দল খুঁজে পেল গণেশের এই পোড়ামাটির মূর্তিটি। শিবনাগী জানিয়েছেন যে এটির নির্মাণকাল দ্বিতীয় শতক, রাজা সাতবাহনের শাসনকালে তৈরি হয়েছিল এটি। আগে কাঁচা মাটি দিয়ে অবয়বটি তৈরি করে নিয়ে তার পরে এটিকে পোড়ানো হয়েছিল। দক্ষিণপদ ভূমিতে রেখে, বামপদ ভাঁজ করে রেখে একটি সিংহাসনে ললিতাসনে বসে থাকতে দেখা যাচ্ছে এই গণেশকে। তবে এই মূর্তিটির হাত, পা এবং কিছু কিছু অংশ ভেঙে গিয়েছে। তা সত্ত্বেও এটি চিনতে কোনও অসুবিধা হয় না। শিবনাগী নিজে তো বটেই, পাশাপাশি ইতিহাসবিদ আরএইচ কুলকার্নিও এটিকে গণেশের মূর্তি বলেই চিহ্নিত করেছেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মাটি খুঁড়ে মিলল দক্ষিণ ভারতের সব চেয়ে পুরনো গণেশমূর্তি, বিস্মিত করবে এর বৈশিষ্ট্য!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement