তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ল গাজা, মৃত ১, ৭৬ হাজার মানুষকে সরানো হল নিরাপদ জায়গায়
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
#চেন্নাই: বৃহস্পতিবার ভোররাতে তামিলনাড়ুতে আছড়ে পড়ল ঘূর্ণিঝ়ড গাজা। নাগাপট্টনম এলাকায় প্রথম ধাক্কা খায় এটি৷ বায়ুর গতিবেগ ছিল ঘন্টায় ৯০-১০০ কিলোমিটার৷ ভারী বৃষ্টিপাতও শুরু হয় তার পরেই৷ এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, ঝড়ে এক জনের মৃত্যু হয়েছে ৷
চেন্নাইয়ের আবহাওয়া দফতর থেকে আগেই জানানো হয়েছিল, সমুদ্র পার করে ভূখণ্ডে এসে পড়া এই ঘূর্ণিঝড়ের তীব্রতা অনেকটাই বেশি৷ সেটা মাথায় রেখে প্রায় ৭৬ হাজার মানুষকে সরানো হয়েছে উপকূলবর্তী এলাকা থেকে। বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷
ইতিমধ্যেই নাগাপট্টনম, তিরুওয়ারুর, কুড্ডালোর এবং রামনাথপুরম-সহ সাত জেলার সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে৷ নৌসেনাবাহিনী জানিয়েছে, সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷
advertisement
advertisement
সাতটি জেলায় বন্ধ সমস্ত স্কুল-কলেজ ৷ বেসরকারি ফার্মের কর্মীদেরও তাড়াতাড়ি বাড়ি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷
আবহাওয়াবিদরা আগে থেকেই জানিয়েছিলেন বৃহস্পতিবার সন্ধ্যে ৭.৫০ নাগাদ আছড়ে পড়বে ঝড় ৷ তবে, শক্তি বাড়িয়ে শুক্রবার গভীর রাতে আছড়ে পড়ল গাজা ৷ উপকূলবর্তী এলাকাগুলি থেকে সকলকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2018 8:47 AM IST