তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ল গাজা, মৃত ১, ৭৬ হাজার মানুষকে সরানো হল নিরাপদ জায়গায়

Last Updated:
#চেন্নাই: বৃহস্পতিবার ভোররাতে তামিলনাড়ুতে আছড়ে পড়ল ঘূর্ণিঝ়ড গাজা। নাগাপট্টনম এলাকায় প্রথম ধাক্কা খায় এটি৷ বায়ুর গতিবেগ ছিল ঘন্টায় ৯০-১০০ কিলোমিটার৷ ভারী বৃষ্টিপাতও শুরু হয় তার পরেই৷ এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, ঝড়ে এক জনের মৃত্যু হয়েছে ৷
চেন্নাইয়ের আবহাওয়া দফতর থেকে আগেই জানানো হয়েছিল, সমুদ্র পার করে ভূখণ্ডে এসে পড়া এই ঘূর্ণিঝড়ের তীব্রতা অনেকটাই বেশি৷ সেটা মাথায় রেখে প্রায় ৭৬ হাজার মানুষকে সরানো হয়েছে উপকূলবর্তী এলাকা থেকে। বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷
ইতিমধ্যেই নাগাপট্টনম, তিরুওয়ারুর, কুড্ডালোর এবং রামনাথপুরম-সহ সাত জেলার সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে৷ নৌসেনাবাহিনী জানিয়েছে, সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷
advertisement
advertisement
সাতটি জেলায় বন্ধ সমস্ত স্কুল-কলেজ ৷ বেসরকারি ফার্মের কর্মীদেরও তাড়াতাড়ি বাড়ি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷
আবহাওয়াবিদরা আগে থেকেই জানিয়েছিলেন বৃহস্পতিবার সন্ধ্যে ৭.৫০ নাগাদ আছড়ে পড়বে ঝড় ৷ তবে, শক্তি বাড়িয়ে শুক্রবার গভীর রাতে আছড়ে পড়ল গাজা ৷ উপকূলবর্তী এলাকাগুলি থেকে সকলকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ল গাজা, মৃত ১, ৭৬ হাজার মানুষকে সরানো হল নিরাপদ জায়গায়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement