#নয়াদিল্লি: যাদুমন্ত্রেই দিল্লি জয় ৷ কেজরির কাজেই কেল্লাফতে। বিজলি-পানি-সড়কেই ফের দিল্লির দিল জিতে নিলেন কেজরিওয়াল। ফ্রিতে জল-বিদ্যুৎ-মহল্লা ক্লিনিক থেকে সরকারি স্কুল, বাস-মেট্রো ৷ কেজরি মডেলেই পদ্ম শিবিরকে ধুয়ে ফের যমুনার বৈতরণী পার করল আম আদমি পার্টি। নয়া স্লোগানে ফের পাঁচ বছরের ব্লু-প্রিন্ট তৈরি , ‘অচ্ছে বিতে পাঁচ সাল, লগে রহো কেজরিওয়াল’৷
প্ররোচনা অনেক ছিল। কিন্তু সেদিকে খুব একটা পা বাড়াননি। শাহিনবাগ বিতর্কে বিজেপির পাতা ট্র্যাপে পা দিতে গিয়েও ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শে সামলে নেন নিজেকে ৷ প্রচারের শুরু থেকেই গত পাঁচ বছরের কাজের খতিয়ান তুলে ধরেছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সরকারের আমলে দিল্লিবাসী কী কী পেয়েছেন, তা মানুষের মনে গেঁথে দিতে চেয়েছেন বার বার। ভোটারদের বোঝাতে চেয়েছেন, হিন্দু-মুসলিম ভেদাভেদে আম আদমির উন্নতি হবে না। দেশের-দশের উন্নতিতে চাই স্কুল-কলেজ-হাসপাতাল। মেরুকরণের বদলে চাই রোটি-কপড়া-মকান। এই কেজরি মডেলেই কেল্লাফতে দিল্লিতে। CAA-শাহিনবাগ নয়। ভোটপ্রচারে ফ্রিতে জল-বিদ্যুৎ-মহল্লা ক্লিনিকের মতো ইস্যুগুলিকেই পাখি পড়ার মতো বলে গিয়েছে আরবিন্দ কেজরিওয়ালের দল আপ। স্লোগান তুলেছে ‘মেরা ভোট কাম কো, সিধে কেজরিওয়াল কো’। প্রচারে আপের অস্ত্র ছিল,