Delhi Election Result : ‘অচ্ছে বিতে ৫ সাল, লগে রহো কেজরিওয়াল’, হ্যাটট্রিক আপ সু্প্রিমোর, যে মন্ত্রে দিল্লির দিল জয় কেজরিওয়ালের

Last Updated:

কেজরি মডেলেই পদ্ম শিবিরকে ধুয়ে ফের যমুনার বৈতরণী পার করল আম আদমি পার্টি। জনতা বলছে, ‘অচ্ছে বিতে পাঁচ সাল, লগে রহো কেজরিওয়াল’৷

#নয়াদিল্লি: যাদুমন্ত্রেই দিল্লি জয় ৷ কেজরির কাজেই কেল্লাফতে। বিজলি-পানি-সড়কেই ফের দিল্লির দিল জিতে নিলেন কেজরিওয়াল। ফ্রিতে জল-বিদ্যুৎ-মহল্লা ক্লিনিক থেকে সরকারি স্কুল, বাস-মেট্রো ৷ কেজরি মডেলেই পদ্ম শিবিরকে ধুয়ে ফের যমুনার বৈতরণী পার করল আম আদমি পার্টি। নয়া স্লোগানে ফের পাঁচ বছরের ব্লু-প্রিন্ট তৈরি , ‘অচ্ছে বিতে পাঁচ সাল, লগে রহো কেজরিওয়াল’৷
প্ররোচনা অনেক ছিল। কিন্তু সেদিকে খুব একটা পা বাড়াননি। শাহিনবাগ বিতর্কে বিজেপির পাতা ট্র্যাপে পা দিতে গিয়েও ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শে সামলে নেন নিজেকে ৷ প্রচারের শুরু থেকেই গত পাঁচ বছরের কাজের খতিয়ান তুলে ধরেছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সরকারের আমলে দিল্লিবাসী কী কী পেয়েছেন, তা মানুষের মনে গেঁথে দিতে চেয়েছেন বার বার। ভোটারদের বোঝাতে চেয়েছেন, হিন্দু-মুসলিম ভেদাভেদে আম আদমির উন্নতি হবে না। দেশের-দশের উন্নতিতে চাই স্কুল-কলেজ-হাসপাতাল। মেরুকরণের বদলে চাই রোটি-কপড়া-মকান। এই কেজরি মডেলেই কেল্লাফতে দিল্লিতে।
advertisement
CAA-শাহিনবাগ নয়। ভোটপ্রচারে ফ্রিতে জল-বিদ্যুৎ-মহল্লা ক্লিনিকের মতো ইস্যুগুলিকেই পাখি পড়ার মতো বলে গিয়েছে আরবিন্দ কেজরিওয়ালের দল আপ। স্লোগান তুলেছে ‘মেরা ভোট কাম কো, সিধে কেজরিওয়াল কো’। প্রচারে আপের অস্ত্র ছিল,
advertisement
- ৪৫০’র বেশি মহল্লা ক্লিনিক
- অগ্নিকাণ্ড বা দুর্ঘটনায় আহত এবং অ্যাসিড আক্রান্তদের বিনা খরচে চিকিৎসা
- ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি
advertisement
- মাসে ২০ হাজার লিটার পর্যন্ত জল ফ্রি
- মহিলাদের বাসে ফ্রি যাতায়াত
- দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, মোদির গুজরাত মডেলে ভর করেই সবরমতীর তীরে বারে বারে পদ্ম ফুটেছে। দিল্লির যমুনা তীরে এবার আরেক মডেল। কেজরি মডেল ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Result : ‘অচ্ছে বিতে ৫ সাল, লগে রহো কেজরিওয়াল’, হ্যাটট্রিক আপ সু্প্রিমোর, যে মন্ত্রে দিল্লির দিল জয় কেজরিওয়ালের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement