২০২০ সালের মধ্যে ভারতের তিন লক্ষ গ্রামে ইন্টারনেটই গুগলের ভিশন

Last Updated:

মিশন গুগলের ভিশন ইন্ডিয়া। শুধুমাত্র ভারতের জন্যই কাজ করবে মিশন গুগল। তাই ভারতের সব মানুষকে ইন্টারনেটের আওতায় আনাটাই আপাতত গুগলের ভিশন ইন্ডিয়ার প্রথম লক্ষ্য। সিইও হিসাবে নিজের প্রথম বিদেশ সফরে সুন্দর পিচাইয়ের দাবি, ইন্টারনেট জুড়লে বদলে যেতে পারে গ্রামীণ ভারতের চেহারাটাই।

#নয়াদিল্লি: মিশন গুগলের ভিশন ইন্ডিয়া। শুধুমাত্র ভারতের জন্যই কাজ করবে মিশন গুগল। তাই ভারতের সব মানুষকে ইন্টারনেটের আওতায় আনাটাই আপাতত গুগলের ভিশন ইন্ডিয়ার প্রথম লক্ষ্য। সিইও হিসাবে নিজের প্রথম বিদেশ সফরে সুন্দর পিচাইয়ের দাবি, ইন্টারনেট জুড়লে বদলে যেতে পারে গ্রামীণ ভারতের চেহারাটাই।
সাত দফা লক্ষ্যে ভারতকে বাঁধতে চায় গুগল। গুগলের মিশন ইন্ডিয়ার কর্মসূচী অনুযায়ী, ২০১৬-র মার্চেই নেট বেলুন উড়বে ভারতের আকাশে ৷ এই নেট বেলুনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক পরিষেবা পাবে ভারতের ৫০০ টি গ্রাম ৷ আশা করা হচ্ছে, এই পদ্ধতিতে ২০২০-র মধ্যে ভারতের ৩ লক্ষ গ্রামে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া যাবে ৷
advertisement
সিইও হিসাবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিদেশ সফরে সুন্দর পিচাই। আর প্রথম সফরেই বেছে নিলেন ভারতকে। পিচাইয়ের হাত ধরে আমূল বদলে যাচ্ছে গুগলের ইন্ডিয়া পলিসি।  গুরুত্বের বিচারে এখন মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটির তালিকায় টপ প্রায়োরিটি ভারত। মোট বিনিয়োগের প্রায় ৩৫ শতাংশ ধার্য করা হয়েছে ভারতের জন্য।  আগামী তিন বছরে তা দাঁড়াতে পারে ৮ থেকে ১০ হাজার কোটি টাকায়। বিনিয়োগের বাইরেও বৃহত্তর লক্ষ্যেও কাজ করবে মিশন গুগল
advertisement
advertisement
কী আছে গুগলের ‘ভিশন ইন্ডিয়া’ প্রজেক্টে?
-২০২০ সালের মধ্যে ভারতের তিন লক্ষ গ্রামে ইন্টারনেট পৌঁছে দেবে গুগল
-বেলুনে ইন্টারনেট পরিষেবা ছাড়াও কেবল কানেন্টিভিটির  মাধ্যমেও ওয়াই ফাই পরিষেবা মিলবে এই পরিষেবা পাবেন প্রায় ১ কোটি ভারতীয়
-২০৩০ সালের মধ্যে ভারতের  সব নাগরিক ইন্টারনেটের আওতায় আসবেন
advertisement
-গ্রামে কিয়স্ক তৈরি করে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে গুগল
-ভারতকে মাথায় রেখে পরিষেবা দিতে হায়দরাবাদে বিশেষ সেল
-আগামী তিন বছরে ৩ লক্ষ গ্রামে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে গুগল 
ভারত সফররত গুগল সিইও-র ঘোষণা, হায়দ্রাবাদে নতুন ক্যাম্পাস ছাড়াও ভারতে মোট কর্মীসংখ্যা ৫০০ শতাংশ বাড়াবে গুগল।  নতুন ক্যাম্পাসে প্রোডাক্ট ও সিস্টেমস ইন্ট্রিগ্রেশনের কাজ চালাবে গুগল। বিশ্ববাজারের সিংহভাগ দখলে রাখতে ভারত যে তাদের বাজি তা স্পষ্ট হয়েছে খড়গপুর আইআইটির প্রাক্তনীর কথায়। গত মাসে ফেসবুক প্রধানের পর এবার গুগল সিইও। ১২৫ কোটি বাজারকে পাখির চোখ করতে ঝাঁপাচ্ছে বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। সুন্দরের সফরে তা আরও একবার স্পষ্ট।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২০২০ সালের মধ্যে ভারতের তিন লক্ষ গ্রামে ইন্টারনেটই গুগলের ভিশন
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement