পাল্টা জবাবে ফ্রান্স, জঙ্গি ঘাঁটিতে হামলা

Last Updated:
#প্যারিস:  জঙ্গি হামলার  ৪৮ ঘণ্টা পেরতে না পেরতেই ISIS কে পাল্টা জবাব ফ্রান্সের ৷ প্যারিসের ভয়াবহ বিস্ফোরণের জবাবে সিরিয়ায় ISIS জঙ্গি ঘাঁটিতে আকাশ পথে হামলা চালায় ফ্রান্স ৷ রবিবার রাতে ফ্রান্সের ১২টি যুদ্ধবিমান রাক্কায় অবস্থিত ISIS-এর ঘাঁটি লক্ষ্য করে ২০টি বোমা ছোড়ে ৷ ISIS ঘাঁটিতে এটাই সব থেকে বড় হামলা বলে জানিয়েছে ফ্রান্সের প্রতিরক্ষক মন্ত্রক ৷ প্রথম হামলায় ধ্বংস হয় একটি কমান্ড পোস্ট ৷ এই কমান্ড পোস্টটি অস্ত্র ও গোলাবারুদের ঘাঁটি বলে জানা গিয়েছে ৷ দ্বিতীয় হামলাটি করা হয় ISIS এর প্রশিক্ষণ কেন্দ্রে ৷ এরপর একে একে ধুলিসাৎ এ পরিণত হয় ISIS এর কবলে থাকা বিভিন্ন জায়গা ৷
হামলা চালানোর জন্য জর্ডন ও সংযুক্ত আরব আমিরশাহি থেকে ওড়ানো হয় যুদ্ধবিমান গুলি ৷ অন্যদিকে ISIS এর তরফে জানানো হয় এই হামলায় হতাহতের কোন খবর নেয় ৷ জি-২০ অন্তর্ভুত দেশগুলি তুরস্ক সম্মেলনে এক জোট হয়ে এই হামলার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে ৷ এই হামলার মাধ্যমে হল্যান্ড বুঝিয়ে দিলেন যে সন্ত্রাসবাদ দমনে এবং ISIS এর বিরুদ্ধে নীতি বদলাবে না ফ্রান্স ৷ বরং আরও কঠোর পদক্ষেপ নেবে তারা ৷
advertisement
শুক্রবার রাতে প্যারিসের বিভিন্ন জায়গায় হামলা চালায় এই জঙ্গি সংগঠন ৷ কমপক্ষে ১৪০ জন মানুষ মারা যান এই হামলায় ৷ মর্মান্তিক এই হামলার নিন্দা করেছে সারা বিশ্ব ৷ আর প্যারিসের ভাষায় ‘উই আর নট অ্যাফ্রেড’৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাল্টা জবাবে ফ্রান্স, জঙ্গি ঘাঁটিতে হামলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement