চার বছরের শিশুকন্যাকে মাটিতে ফেলে বেদম মার, হায়দরাবাদের স্কুলকর্মীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! ভিডিও দেখে শিউরে উঠল দেশ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Hyderabad: চার বছরের শিশুকন্যাকে নির্মমভাবে মারধরের অভিযোগ স্কুলের মহিলা পরিচারিকার বিরুদ্ধে। হায়দরাবাদের একটি স্কুলে ঘটেছে এই ঘটনা।
হায়দরাবাদ: চার বছরের শিশুকন্যাকে নির্মমভাবে মারধরের অভিযোগ স্কুলের মহিলা পরিচারিকার বিরুদ্ধে। হায়দরাবাদের একটি স্কুলে ঘটেছে এই ঘটনা। ঘটনাটি প্রথম সামনে আসে যখন শিশুর বাবা-মা থানায় এসে শিশুকে মারধরের অভিযোগ জানান। তাঁদের দাবি, ক্লাসরুমের ভেতরে মারধর করা হয়েছে তাদের সন্তানকে।
শিশুর বাবা-মায়ের অভিযোগ ইচ্ছাকৃতভাবে তাদের সন্তানকে মারধর করেছেন এই মহিলা। এরপরেই ঘটনার একটি ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওই মহিলা ছোট মেয়েটিকে মাটিতে ফেলে মারধর করছে।
advertisement
advertisement
মহিলা শিশুটিকে একাধিকবার চড় মারেন, তাকে মাটির দিকে ঠেলে দেন এবং ঘুষি মারেন। এক সময় তিনি মেয়েটির গলা ধরে মারেন। ভাইরাল ক্লিপের শেষে দেখা যায়, মহিলা তার পা দিয়ে মেয়েটিকে মারছেন, যখন মেয়েটি মাটিতে পড়ে আছে।
advertisement
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযোগ দায়ের করা হয় এবং অভিযুক্ত স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। একটি আলাদা ঘটনায়, যা কর্নাটকে ঘটেছে, সেখানে এক মেয়ে তার বৃদ্ধা মাকে জনসমক্ষে ঝগড়ার সময় মারধর করেছে। ওই ঘটনার ভিডিও, যা অনলাইনে ভাইরাল হয়েছে, তাতে দেখা যায় মেয়ে ঝগড়ার সময় বৃদ্ধা মাকে মাটিতে ফেলে দেয়। মহিলা উঠে দাঁড়ানোর চেষ্টা করলে, মেয়ে তাকে একাধিকবার চটি দিয়ে মারে এবং সবার সামনে মুখে আঘাত করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2025 2:17 PM IST

