পাঠানকোটে ১৬ ঘণ্টা গুলির লড়াইয়ে খতম চার জঙ্গি
Last Updated:
নতুন বছরের শুরুতেই জঙ্গি হামলা ! পঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে শনিবার হামলা চালায় ৬ জন পাক জঙ্গি ৷ এদিন ভোর রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে সেনার পোশাকে বিমানঘাঁটিতে ঢোকে জঙ্গিরা ৷ এয়ারফোর্স স্টেশনে রাত ৩টে থেকে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই ৷ সেনার সঙ্গে গুলি বিনিময়ে পাঁচ জঙ্গির মৃত্যু হয় ৷
#পাঠানকোট: নতুন বছরের শুরুতেই জঙ্গি হামলা ! পঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে শনিবার হামলা চালায় ৬ জন পাক জঙ্গি ৷ এদিন ভোর রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে সেনার পোশাকে বিমানঘাঁটিতে ঢোকে জঙ্গিরা ৷ এয়ারফোর্স স্টেশনে রাত ৩টে থেকে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই ৷ সেনার সঙ্গে গুলি বিনিময়ে চার জঙ্গির মৃত্যু হয় ৷ পাশাপাশি শহীদ হয়েছেন তিন জওয়ানও ৷ আহতের সংখ্যা ছয় ৷ দীর্ঘ ১৬ ঘণ্টা সেনা-জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ের পর অবশেষে থামে লড়াই ৷
জঙ্গি হামলার জেরে পঞ্জাবজুড়ে জারি হাই অ্যালার্ট ৷ প্রাথমিক অনুমান, তিন-চার দিন আগে ভারতে অনুপ্রবেশ কিছু জঙ্গিরা ৷ পাঠানকোট-জম্মু হাইওয়ে থেকে দু’দিন আগে গুরদাসপুর এসপির গাড়ি ছিনতাই করে জঙ্গিরা ৷ হামলার উদ্দেশ্যই ওই এসপিকে গাড়ি-সহ অপহরণ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে ৷
এদিন ঘন কুয়াশার সুযোগ নিয়ে সেনার পোশাকে পাকিস্তান সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে থাকা পাঠানকোটের বিমানঘাঁটিতে ঢোকে ছয় জইশ-ই-মহম্মদ জঙ্গি ৷ ছক কষে তিন দিক থেকে হামলা চালায় জঙ্গিরা ৷ শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই ৷ হামলার কথা বুঝতে পেরে এলাকা ঘিরে ফেলে সেনা ৷ ৬ ঘণ্টা ধরে চলে গুলির লড়াই ৷ মারা যায় একজন বায়ুসেনা অফিসার-সহ এক জওয়ান ৷ গুরুতর আহত আরও ৬ জন জওয়ান ৷ সেনাসূত্রে খবর, গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে চার জইশ-ই-মহম্মদ জঙ্গির ৷ বাকি জঙ্গিদের খোঁজে সেনাঘাঁটিতে এখনও চলছে চিরুণি তল্লাশি ৷ সেনা অপারেশনে নামানো হয়েছে দুই যহেলিকপ্টার ৷ পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার জেরে নিরাপত্তাজনিত কারণে আপাতত বন্ধ করা হয়েছে জম্মু-হিমাচল হাইওয়ে ৷
advertisement
advertisement
সূত্রের খবর, জঙ্গি হামলার আশঙ্কা ছিল আগে থেকেই ৷ তাই ওই এলাকায় মোতায়েন ছিল দুই কোম্পানি সেনা ৷ বিশেষ বাহিনী ও এনএসজি জওয়ানদের মোতায়েন করা হয়েছিল নিরাপত্তায় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2016 9:59 AM IST