পাঠানকোটে ১৬ ঘণ্টা গুলির লড়াইয়ে খতম চার জঙ্গি

Last Updated:

নতুন বছরের শুরুতেই জঙ্গি হামলা ! পঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে শনিবার হামলা চালায় ৬ জন পাক জঙ্গি ৷ এদিন ভোর রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে সেনার পোশাকে বিমানঘাঁটিতে ঢোকে জঙ্গিরা ৷ এয়ারফোর্স স্টেশনে রাত ৩টে থেকে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই ৷ সেনার সঙ্গে গুলি বিনিময়ে পাঁচ জঙ্গির মৃত্যু হয় ৷

#পাঠানকোট:  নতুন বছরের শুরুতেই জঙ্গি হামলা ! পঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে শনিবার হামলা চালায় ৬ জন পাক জঙ্গি ৷ এদিন ভোর রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে সেনার পোশাকে বিমানঘাঁটিতে ঢোকে জঙ্গিরা ৷ এয়ারফোর্স স্টেশনে রাত ৩টে থেকে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই ৷ সেনার সঙ্গে গুলি বিনিময়ে চার জঙ্গির মৃত্যু হয় ৷ পাশাপাশি শহীদ হয়েছেন তিন জওয়ানও ৷ আহতের সংখ্যা ছয় ৷  দীর্ঘ ১৬ ঘণ্টা সেনা-জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ের পর অবশেষে থামে লড়াই ৷
জঙ্গি হামলার জেরে পঞ্জাবজুড়ে জারি হাই অ্যালার্ট  ৷  প্রাথমিক অনুমান, তিন-চার দিন আগে ভারতে অনুপ্রবেশ কিছু জঙ্গিরা ৷ পাঠানকোট-জম্মু হাইওয়ে থেকে দু’দিন আগে গুরদাসপুর এসপির গাড়ি ছিনতাই করে  জঙ্গিরা ৷ হামলার উদ্দেশ্যই ওই এসপিকে গাড়ি-সহ অপহরণ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে ৷
এদিন ঘন কুয়াশার সুযোগ নিয়ে সেনার পোশাকে পাকিস্তান সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে থাকা পাঠানকোটের বিমানঘাঁটিতে ঢোকে ছয় জইশ-ই-মহম্মদ জঙ্গি ৷ ছক কষে তিন দিক থেকে হামলা চালায় জঙ্গিরা ৷ শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই ৷ হামলার কথা বুঝতে পেরে এলাকা ঘিরে ফেলে সেনা ৷ ৬ ঘণ্টা ধরে চলে গুলির লড়াই ৷ মারা যায় একজন বায়ুসেনা অফিসার-সহ এক জওয়ান ৷ গুরুতর আহত আরও ৬ জন জওয়ান ৷ সেনাসূত্রে খবর, গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে চার জইশ-ই-মহম্মদ জঙ্গির ৷ বাকি জঙ্গিদের খোঁজে সেনাঘাঁটিতে এখনও চলছে চিরুণি তল্লাশি ৷ সেনা অপারেশনে নামানো হয়েছে দুই যহেলিকপ্টার ৷ পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার জেরে নিরাপত্তাজনিত কারণে আপাতত বন্ধ করা হয়েছে জম্মু-হিমাচল হাইওয়ে ৷
advertisement
advertisement
সূত্রের খবর, জঙ্গি হামলার আশঙ্কা ছিল আগে থেকেই ৷ তাই ওই এলাকায় মোতায়েন ছিল দুই কোম্পানি সেনা ৷ বিশেষ বাহিনী ও এনএসজি জওয়ানদের মোতায়েন করা হয়েছিল নিরাপত্তায় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোটে ১৬ ঘণ্টা গুলির লড়াইয়ে খতম চার জঙ্গি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement