প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, এক যুগের অবসান বললেন মোদি
Last Updated:
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বয়স হয়েছিল ৯৩ বছর। ১১ জুন থেকে ভর্তি ছিলেন দিল্লির এইমসে। গতকালের পর ফের বাজপেয়ীকে দেখতে এইমসে যান প্রধানমন্ত্রী। ৩ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন বাজপেয়ী ৷ বাজপেয়ীর মৃত্যুতে শোকপ্রাকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
#নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। বয়স হয়েছিল ৯৩ বছর। ১১ জুন থেকে ভর্তি ছিলেন দিল্লির এইমসে। গতকালের পর ফের বাজপেয়ীকে দেখতে এইমসে যান প্রধানমন্ত্রী। ৩ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন বাজপেয়ী ৷ বাজপেয়ীর মৃত্যুতে শোকপ্রাকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন ট্যুইটে তিনি জানিয়েছে, ‘অটলজি আর আজ আমাদের মধ্যে নেই ৷ তাঁর মতাদর্শ দেশবাসী সারাজীবন মনে রাখবে ৷ খবর পেয়ে আমি শোকস্তব্ধ ৷ জীবনের অধিকাংশ সময় দেশকে দিয়েছেন ৷ অটলজির মৃত্যু একটা যুগের অবসান ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷’
জন্ম ১৯২৪ সালে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। বাবা কৃষ্ণবিহারী বাজপেয়ী ছিলেন স্কুলশিক্ষক এবং কবি। ১৫ বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে যোগ দেন। ১৯৪৩ সালে আরএসএসের প্রচারক হন। ১৯৫৭ সালে প্রথমবারের জন্য সংসদে পা। উত্তরপ্রদেশের বলরামপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। তারপর বারবার। লোকসভায় ১০ বার, রাজ্যসভায় ২ বার । ২০০৯ সাল পর্যন্ত তিনি ছিলেন লখনউয়ের সাংসদ।
advertisement
advertisement
১৯৭৭ সালে মোরারজি সরকারের বিদেশমন্ত্রী হন বাজপেয়ী। বিদেশমন্ত্রী হিসেবে তিনিই রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্রথম হিন্দিতে বক্তৃতা দিয়েছিলেন। ১৯৯৬ সালে তাঁর প্রধানমন্ত্রিত্ব টেঁকে মাত্র ১৩ দিন। এরপর ১৯৯৮ সালে আবার দিল্লির মসনদে। সেবার তেরো মাসের জন্য। ১৯৯৯ সালে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন অটলবিহারী বাজপেয়ী।
advertisement
अटल जी आज हमारे बीच में नहीं रहे, लेकिन उनकी प्रेरणा, उनका मार्गदर्शन, हर भारतीय को, हर भाजपा कार्यकर्ता को हमेशा मिलता रहेगा। ईश्वर उनकी आत्मा को शांति प्रदान करे और उनके हर स्नेही को ये दुःख सहन करने की शक्ति दे। ओम शांति !
— Narendra Modi (@narendramodi) August 16, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2018 5:56 PM IST