'ভারত মাতা কি জয়' স্লোগানের অপব্যবহারে উগ্রপন্থা উস্কে দেওয়ার চেষ্টা চলছে: মনমোহন সিং

Last Updated:

শনিবার এ ভাবেই বিজেপি-কে আক্রমণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷

#নয়াদিল্লি: জাতীয়তাবাদ ও 'ভারত মাতা কি জয়' স্লোগানটির অপব্যবহার করা হচ্ছে ভারতে৷ ওই স্লোগানের মাধ্যমে উগ্রপন্থার ধারণা তৈরির চেষ্টা চালানো হচ্ছে৷ কোটি কোটি ভারতবাসীর মধ্যেই জাতীয়তাবাদ ও 'ভারত মাতা কি জয়' স্লোগানের মাধ্যমে উগ্রপন্থার আবেগকে উস্কে দেওয়া হচ্ছে৷ যা বিপজ্জনক৷ শনিবার এ ভাবেই বিজেপি-কে আক্রমণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷
জওহরলাল নেহরুর কাজ ও বক্তৃতা নিয়ে একটি বই প্রকাশের অনুষ্ঠানে মনমোহন সিং বলেন, 'বিশ্বের দরবারে ভারতের ভদ্রতা ও গণতন্ত্রের সুনাম রয়েছে৷ ভারতকে এই রকম গড়ার জন্য দেশের প্রথম প্রধানমন্ত্রীকে আমাদের মনে রাখতেই হবে৷ নেহরু অননুকরণীয় স্টাইল, একাধিক ভাষা জ্ঞানের সঙ্গে আধুনিক ভারতের একাধিক বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিলান্যাস করেছিলেন৷ কিন্তু দুর্ভাগ্যবশত, সমাজের একটি অংশের মানুষের ইতিহাস পড়ার ধৈর্য নেই৷ তাঁরা নেহরুকে মিথ্যাচারি প্রমাণ করতে মরিয়া৷ তবে আমি নিশ্চিত, নেহরু নিয়ে ভুয়ো বক্তব্য খারিজ করবে ইতিহাসই৷'
advertisement
'‌কে ভারতমাতা?‌' নামক বইয়ের প্রকাশ অনুষ্ঠানে মনমোহন সিং বলেন, '‌ভারতে গণতন্ত্র নিয়ে আসার পিছনে একমাত্র হাত পণ্ডিত জওহরলাল নেহরুর। তিনিই সব সময় চেয়েছিলেন যেন দেশের বৈচিত্র বজায় থাকে। এত ধর্ম, এত ভাষা এ দেশের গর্ব বলে তিনি মনে করতেন। দেশের এই কঠিন সময়ে দাঁড়িয়ে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। সমগ্র ভারত ও বিশ্বের সকলের কাছে এই বার্তা পৌঁছনো খুব জরুরি যে, পণ্ডিত নেহরু সাম্প্রদায়িক ভেদাভেদকে দূরে রেখে গান্ধির মতাদর্শে দেশকে চালনা করেছিলেন। আর তাতেই দেশে সম্প্রীতি বজায় ছিল।‌'‌‌
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
'ভারত মাতা কি জয়' স্লোগানের অপব্যবহারে উগ্রপন্থা উস্কে দেওয়ার চেষ্টা চলছে: মনমোহন সিং
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement