Manmohan Singh Dies: এইমসে সনিয়া, মনমোহনের প্রয়াণে কর্ণাটক থেকে 'জরুরি ভিত্তিতে' দিল্লি ফিরছেন রাহুল, স্মৃতি তর্পণ প্রিয়াঙ্কার

Last Updated:

Manmohan Singh Passes Away: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিল্লির এইমসে ভর্তি করানো হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। শারীরিক অবনতি হাওয়ায় অবিলম্বে স্থানান্তরিত করা হয় জরুরি বিভাগে। কিন্তু শেষরক্ষা হল না। ৯২ বছর বয়সে শেষ নিংশ্বাস ত‍্যাগ করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিল্লির এইমসে ভর্তি করানো হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। শারীরিক অবনতি হাওয়ায় অবিলম্বে স্থানান্তরিত করা হয় জরুরি বিভাগে। কিন্তু শেষরক্ষা হল না। ৯২ বছর বয়সে শেষ নিংশ্বাস ত‍্যাগ করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ।
মনমোহন সিংয়ের শারীরিক অবস্থার অবনতির খবরেই এইমসে ছুটে যান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি। রাহুল গান্ধি কর্ণাটক থেকে জরুরিভিত্তিতে দিল্লি ফিরছেন বলেও কংগ্রেস সূত্রে খবর। বেলাগাম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাহুল গান্ধি ও মল্লিকার্জুন খার্গে। বাড়ানো হয়েছে এইমসের নিরাপত্তা।
advertisement
advertisement
রাহুল গান্ধি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে গভীর শোক প্রকাশ করেন। মনমোহন সিংয়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাহুল গান্ধি তাঁর শোকবার্তায় লেখেন, “মনমোহন সিং জি অপার প্রজ্ঞা ও সততার সঙ্গে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নম্রতা এবং অর্থনীতির গভীর উপলব্ধি দেশবাসীকে অনুপ্রাণিত সর্বদা করেছে। মিসেস কৌর এবং পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি একজন পরামর্শদাতা এবং গাইডকে হারালাম। আমাদের লক্ষ লক্ষ কর্মী যাঁরা তাঁর অনুপ্রেরণা পেয়েছেন অত্যন্ত গর্বের সঙ্গে আজীবন তাঁকে স্মরণ করবেন।”
advertisement
advertisement
প্রিয়াঙ্কা গান্ধি ভদ্রা এক্স হ্যান্ডেলে তাঁর শোকবার্তায় লেখেন, “রাজনীতিতে খুব কম লোকই সর্দার মনমোহন সিংজির মতো সম্মানের যোগ্য দাবিদার। তাঁর সততা সবসময় আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তিনি চিরকাল সেই তালিকায় থাকবেন মধ্যে যাঁরা দেশকে প্রকৃত অর্থে ভালোবাসেন।”
advertisement
আগেই দিল্লি কংগ্রেসের তরফে একটি শোকবার্তা প্রকাশ করে জানানো হয়, প্রয়াত হয়েছেন মনমোহন সিং। পরে এআইসিসি ও এইমস হাসপাতাল সূত্রে বিবৃতি দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manmohan Singh Dies: এইমসে সনিয়া, মনমোহনের প্রয়াণে কর্ণাটক থেকে 'জরুরি ভিত্তিতে' দিল্লি ফিরছেন রাহুল, স্মৃতি তর্পণ প্রিয়াঙ্কার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement