প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেন
Last Updated:
কয়েক দিন নিরুপম সেনের শারীরিক অবস্থা এতটাই সঙ্কটজনক ছিল যে, তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল৷ গত বুধবার থেকে অবস্থার চরম অবনতি ঘটতে থাকে৷
#কলকাতা: প্রয়াত রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন৷ বয়স হয়েছিল ৭২ বছর৷ সোমবার ভোর ৫টা ১০ মিনিটে সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ দীর্ঘ দিন ধরে রোগভোগ করছিলেন বাম আমলের মন্ত্রী তথা সিপিএমএ-র প্রাক্তন পলিটব্যুরো সদস্য৷
Saddened at the passing away of Nirupam Sen, former Minister of West Bengal. Condolences to his family and well wishers
— Mamata Banerjee (@MamataOfficial) December 24, 2018
advertisement
নিরুপম সেনের মৃত্যুতে শোকস্তব্ধ সিপিএম নেতৃত্ব৷ আজ তাঁর দেহ রাখা হবে পিস ওয়ার্ল্ডে৷ বুধবার নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনে৷ বুধবারই বর্ধমানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের শিল্পমন্ত্রী ছিলেন নিরুপম সেন৷
advertisement
কয়েক দিন নিরুপম সেনের শারীরিক অবস্থা এতটাই সঙ্কটজনক ছিল যে, তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল৷ গত বুধবার থেকে অবস্থার চরম অবনতি ঘটতে থাকে৷ ডাক্তার রঞ্জন চৌধুরির তত্ত্বাবধানে ছিলেন তিনি। ২০১৩ সাল থেকেই অসুস্থ সিপিএম-এর একসময়ের দাপুটে নেতা৷ কিডনির অসুখে ভুগছিলেন তিনি। দু’বছর ধরে ডায়ালিসিস চলেছে। চিকিৎসকরা জানান, মাল্টি অর্গ্যান ফেলিউরের দিকেই এগোচ্ছিল বিষয়টি।
advertisement
বাম আমলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টচার্যের 'কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত্' স্লোগানে অন্যতম সতীর্থ ছিলেন তত্কালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন৷ সিঙ্গুরে টাটা ন্যানো কারখানা নিয়েও বিতর্কের শীর্ষে ছিলেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2018 8:04 AM IST