জামিন খারিজ, ক্যান্সার আক্রান্ত মায়ের সঙ্গে শেষ দেখা হল না দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপকের

Last Updated:

শেষ চেষ্টা হিসেবে গত শুক্রবার ভিডিও কলের মাধ্যমে ওই অধ্যাপকের সঙ্গে তাঁর মায়ের কথা বলানোর চেষ্টা করা হয় বলে দাবি করেছেন আইনজীবী আকাশ সোরডে৷

#নাগপুর: ক্যান্সার আক্রান্ত মায়ের শেষ ইচ্ছে ছিল জেল বন্দি ছেলের সঙ্গে দেখা করবেন৷ কিন্তু ছেলেকে সেই অনুমতি দেয়নি আদালত৷ ফলে নাগপুরের জেলে বন্দি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জি এন সাইবাবার সঙ্গে তাঁর মায়ের আর দেখা হল না৷ শনিবার হায়দ্রাবাদে মৃত্যু হয় ওই বৃদ্ধার৷
নকশাল যোগের অভিযোগে এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক৷ তাঁর শরীরের ৯০ শতাংশই পক্ষাঘাতগ্রস্ত৷ ফলে হুইলচেয়ার ছাড়া তিনি চলাফেরা করতে অক্ষম৷ মায়ের সঙ্গে সাইবাবার দেখা করানোর জন্য গত সপ্তাহে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে আবেদন করেছিলেন ওই অধ্যাপকের আইনজীবী আকাশ সোরডে৷ কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত৷ চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই মৃত্যু হতে পারে সাইবাবার মা ৭৪ বছরের গোকারাকোন্ডা সূর্যবতীর৷
advertisement
এর পর শেষ চেষ্টা হিসেবে গত শুক্রবার ভিডিও কলের মাধ্যমে ওই অধ্যাপকের সঙ্গে তাঁর মায়ের কথা বলানোর চেষ্টা করা হয় বলে দাবি করেছেন আইনজীবী আকাশ সোরডে৷ কিন্তু অনেক চেষ্টা করেও জেল সুপারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে অভিযোগ তাঁর৷
advertisement
মায়ের সঙ্গে দেখা করার পাশাপাশি জামিনের আবেদনে সাইবাবা দাবি করেছিলেন, যেহেতু শারীরিক ভাবে অক্ষম এবং কো-মর্বিডিটি রয়েছে, ফলে জেলে থাকলে তাঁর করোনা সংক্রমণ হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি৷ তিনি আরও অভিযোগ করেন, জেলে তাঁর ঠিকমতো চিকিৎসা করা হচ্ছে না৷ তার পরেও ওই প্রাক্তন অধ্যাপকের জামিন মঞ্জুর করেনি আদালত৷
advertisement
যদিও জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী দাবি করেন, সাইবাবার ভাই তাঁর মায়ের সঙ্গে ছিলেন৷ তার উপর, তাঁর মা যেখানে ছিলেন, সেটি কন্টেইনমেন্ট জোনের আওতায় পড়ে৷ ফলে সেখানে গেলে ওই অধ্যাপকের করোনা সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পাবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জামিন খারিজ, ক্যান্সার আক্রান্ত মায়ের সঙ্গে শেষ দেখা হল না দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement