রাজ্যসভায় শপথ নিলেন প্রাক্তন CJI রঞ্জন গগৈ, 'ডিল' 'ডিল' বলে বিরোধী-চিত্‍কার!

Last Updated:

৬৫ বছর বয়সী রঞ্জন গগৈ-এর প্রধান বিচারপতি অবসর গ্রহণ করেন গত বছর নভেম্বর মাসে৷ গগৈ-ই দেশের প্রথম প্রাক্তন প্রধানবিচারপতি, যিনি রাজ্যসভার মনোনীত সাংসদ হলেন৷

#নয়াদিল্লি: রাজ্যসভার সদস্যপদে শপথ নিলেন দেশের প্রাক্তন প্রধানবিচারপতি রঞ্জন গগৈ৷ বৃহস্পতিবার তাঁর শপথগ্রহণে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ প্রাক্তন প্রধানবিচারপতি যখন শপথ নিচ্ছেন, কংগ্রেস তখন চেঁচাচ্ছে, 'শেম', 'ডিল'৷
৬৫ বছর বয়সী রঞ্জন গগৈ-এর প্রধান বিচারপতি অবসর গ্রহণ করেন গত বছর নভেম্বর মাসে৷ গগৈ-ই দেশের প্রথম প্রাক্তন প্রধানবিচারপতি, যিনি রাজ্যসভার মনোনীত সাংসদ হলেন৷ তাঁর নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চই সবরীমালায় মহিলাদের প্রবেশ, রাফাল যুদ্ধ বিমান, অযোধ্যায় রামমন্দিরের মতো গুরুত্বপূর্ণ রায় দেয়৷
গত ১৬ মার্চ রঞ্জন গগৈ-কে রাজ্যসভায় সদস্য পদে মনোনীত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ সোমবার রাতেই তা ঘোষণা করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
advertisement
advertisement
রঞ্জন গগৈ-এর রাজ্যসভায় মনোনীত হওয়ার পরেই বিরোধীরা অভিযোগ তোলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় বিজেপি-র পক্ষে রায় হয়েছে বলেই কেন্দ্রের তরফে তাঁকে উপহার হিসেবে রাজ্যসভার সদস্যপদ দেওয়া হল৷ এই বিতর্কের প্রেক্ষিতে গগৈ বলেন, 'আমি শপথগ্রহণ করি৷ তারপর সংবাদমাধ্যমকে সব বলব, কেন আমি রাজ্যসভায় যাচ্ছি৷'
রাজ্যসভায় শপথ গ্রহণের আগে গগৈ বলেন, 'সংসদে একজন স্বাধীন আওয়াজ তোলার শক্তি আমায় ঈশ্বর দিক৷'
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যসভায় শপথ নিলেন প্রাক্তন CJI রঞ্জন গগৈ, 'ডিল' 'ডিল' বলে বিরোধী-চিত্‍কার!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement