#নয়াদিল্লি: দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে রাজ্যসভায় মনোনীত করা হল৷ রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চই অযোধ্যায় রামমন্দির, অসমে এনআরসি-র মতো গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল৷ শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ ও রাফাল যুদ্ধবিমানের মতো মামলাতেও রায় দিয়েছে প্রাক্তন প্রধানবিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চ৷
Is it “quid pro quo”? How will people have faith in the Independence of Judges ? Many Questions pic.twitter.com/IQkAx4ofSf
— Asaduddin Owaisi (@asadowaisi) March 16, 2020
সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যসভায় মনোনীত প্রার্থী রঞ্জন গগৈ-এর নাম ঘোষণা করে৷ নোটিসে বলা হয়, রাজ্যসভায় মনোনীত প্রার্থীদের অবসরের পরে শূন্য আসনে রঞ্জন গগৈকে মনোনীত করলেন রাষ্ট্রপতি৷
What is the message that President is trying to convey to the people of India & future CJIs?
Institutions are not just compromised, they are just DEAD under @BJP4India & @narendramodi. 2/2 — Siddaramaiah (@siddaramaiah) March 16, 2020
স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন আইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি৷ তিনি ট্যুইটারে প্রশ্ন তোলেন, 'এটা কি বিশ্বস্ততার পুরস্কার? বিচারপতিদের স্বাধীনতার উপর এ বার কী ভাবে বিশ্বাস রাখবে সাধারণ মানুষ?'
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার টুইট, 'ভবিষ্যতের প্রধানবিচারপতি ও ভারতের মানুষকে কী বার্তা দিতে চাইলেন রাষ্ট্রপতি? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি আর আপোষ করার জায়গাতেও নেই৷ মৃত্যু ঘটেছে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rajya Sabha, Ranjan Gogoi