রাজ্যসভার সদস্য প্রাক্তন প্রধানবিচারপতি রঞ্জন গগৈ, তীব্র নিন্দায় বিরোধীরা

Last Updated:

শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ ও রাফাল যুদ্ধবিমানের মতো মামলাতেও রায় দিয়েছে প্রাক্তন প্রধানবিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চ৷

#নয়াদিল্লি: দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে রাজ্যসভায় মনোনীত করা হল৷ রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চই অযোধ্যায় রামমন্দির, অসমে এনআরসি-র মতো গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল৷ শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ ও রাফাল যুদ্ধবিমানের মতো মামলাতেও রায় দিয়েছে প্রাক্তন প্রধানবিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চ৷
advertisement
সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যসভায় মনোনীত প্রার্থী রঞ্জন গগৈ-এর নাম ঘোষণা করে৷ নোটিসে বলা হয়, রাজ্যসভায় মনোনীত প্রার্থীদের অবসরের পরে শূন্য আসনে রঞ্জন গগৈকে মনোনীত করলেন রাষ্ট্রপতি৷
advertisement
স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন আইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি৷ তিনি ট্যুইটারে প্রশ্ন তোলেন, 'এটা কি বিশ্বস্ততার পুরস্কার? বিচারপতিদের স্বাধীনতার উপর এ বার কী ভাবে বিশ্বাস রাখবে সাধারণ মানুষ?'
advertisement
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার টুইট, 'ভবিষ্যতের প্রধানবিচারপতি ও ভারতের মানুষকে কী বার্তা দিতে চাইলেন রাষ্ট্রপতি? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি আর আপোষ করার জায়গাতেও নেই৷ মৃত্যু ঘটেছে৷'
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যসভার সদস্য প্রাক্তন প্রধানবিচারপতি রঞ্জন গগৈ, তীব্র নিন্দায় বিরোধীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement