রায়গড়ের জঙ্গলে পাওয়া দেহ শিনারই: ফরেন্সিক রিপোর্ট

Last Updated:

শিনা বোরা হত্যা মামলায় নতুন মোড় ৷ অগাস্ট মাসে রায়গড় জঙ্গল থেকে পাওয়া মাথার খুলি ও হাঁড় যে শিনারই , সেটা স্পষ্ট হয়েছে AIIMS এর ফরেন্সিক রিপোর্টে৷

#নয়াদিল্লি: শিনা বোরা হত্যা মামলায় নতুন মোড় ৷ অগাস্ট মাসে রায়গড় জঙ্গল থেকে পাওয়া মাথার খুলি ও হাঁড় যে শিনারই , সেটা স্পষ্ট হয়েছে AIIMS এর ফরেন্সিক রিপোর্টে৷ ২০১৪ সালে হত্যা করা হয় শিনা বোরাকে ৷ শিনা খুনে মূল অভিযুক্ত তাঁর মা ইন্দ্রাণী মুখোপাধ্যায় ৷ ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে CBI তিন জনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করবে বলে জানা গিয়েছে ৷ এরা তিন জন হলেন - ইন্দ্রাণী, ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না এবং ইন্দ্রাণীর গাড়ির চালক শ্যাম রাই ৷ আগামী কয়েকদিনের মধ্যেই এদের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হবে ৷
২০১২ সালে শিনাকে খুন করার পর মুম্বই থেকে ৮৪ কিলোমিটার দূরে রায়গড় জঙ্গলে গিয়ে ফেলা হয় দেহটি ৷ পরিচয় লুকোনোর জন্য প্রথমে তার দেহটি পুড়িয়ে ফেলা হয় ৷ এরপর বাকিটা মাটির তলায় পুঁতে দেওয়া হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল ৷এই পুরো ষড়যন্ত্রে ইন্দ্রাণীকে তার প্রাক্তন স্বামী ও গাড়ির চালক সাহায্য করেছে বলে অভিযোগ ৷ চলতি বছরের অগাস্ট মাসে রায়গড় জঙ্গলে উদ্ধার হয় শিনার হাঁড়ের টুকরো ৷ এরপর খুনের অভিযোগে ইন্দ্রণীকে ওই মাসেরই ২৫ তারিখ গ্রেফতার করা হয় ৷ ইন্দ্রাণী গ্রেফতার হওয়ার ঠিক এক দিন পর তার গাড়ির চালক শ্যাম রাইকে গ্রেফতার করে পুলিশ ৷ বর্তমানে দু’জনেই জেল হেফাজতে রয়েছে ৷ সিবিআই-এর এক আধিকারিক জানান, প্র্ত্যক্ষদর্শীর বয়ান, ফোনের কল রেকর্ড এবং DNA এর নমুনা সংগ্রহ করে অভিযুক্তদের বিরুদ্ধে অনেক প্রমাণ সংগ্রহ করা হয়েছে ৷ সেই ভিত্তিতেই চার্জশিট তৈরি করা হবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রায়গড়ের জঙ্গলে পাওয়া দেহ শিনারই: ফরেন্সিক রিপোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement