এখনই জঙ্গি দমন করুন, পাকিস্তান হাইকমিশনারকে সমন ভারতের

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

পাকিস্তানের হাইকমিশনারকে কেন্দ্রীয় বিদেশ সচিব সাফ জানিয়ে দিয়েছেন, জইশ ই মহম্মদ-সহ সব জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে পাকিস্তানকে কড়া ব্যবস্থা নিতে হবে এখনই৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনারকে সমন পাঠাল কেন্দ্রীয় বিদেশ সচিব৷ আজ দুপুর ২টোয় পাকিস্তানের হাইকমিশনারকে সমন পাঠান কেন্দ্রীয় বিদেশমন্ত্রক৷ পাকিস্তানের কড়া নিন্দা করেছে ভারতীয় বিদেশমন্ত্রক৷

    পাকিস্তানের হাইকমিশনারকে কেন্দ্রীয় বিদেশ সচিব সাফ জানিয়ে দিয়েছেন, জইশ ই মহম্মদ-সহ সব জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে পাকিস্তানকে কড়া ব্যবস্থা নিতে হবে এখনই৷ পাকিস্তানের মাটিকে ব্যবহার করে যে সব জঙ্গীগোষ্ঠীগুলি সক্রিয় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, তাদের দমনে কড়া পদক্ষেপ করুক পাকিস্তান৷

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই জানি দিয়েছেন, পুলওয়ামা হামলার কড়া জবাব দেবে ভারত৷ জঙ্গিরা উচিত শিক্ষা পাবেই৷ নাম না-করে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী৷ ভারত সরকার ঘোষণা করেছে, 'মোস্ট ফেভারড নেশন নয় পাকিস্তান৷' হাইস্পিড ট্রেন বন্দেভারতের সূচনায় গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'জঙ্গিদমনে পূর্ণ স্বাধীনতা রয়েছে সেনার৷ সেনার উপর আস্থা রয়েছে৷ ষড়যন্ত্র করে পার পাবে না প্রতিবেশী দেশ৷ মূল্য চোকাতেই হবে৷ পাকিস্তান বড় ভুল করেছে৷'

    First published:

    Tags: Ministry of External Affairs, Pakistan High Commissioner, Pulwama attack