চৈত্র সেল নেই! নববর্ষে খাঁ খাঁ করছে গড়িয়াহাট
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
সব ব্যবসায়ী নয়, মঙ্গলবার সকালে গুটিকয়েক দোকান খোলা দেখা গেল। তবে সেগুলি শুধুমাত্র পয়লা বৈশাখের পুজো দেওয়ার জন্যই। পুরোহিত নয়, নিজেরাই মন্ত্র পড়ে পুজো করলেন।
নববর্ষে মন খারাপ গড়িয়াহাটের। গত বারের রেকর্ড ভেঙে এ বছরের করোনা ভাইরাসের সংক্রমণ কার্যত অনেকটাই পিছনে ফেলে দিল গড়িয়াহাট মার্কেটকে। লকডাউন এর জেরে চৈত্র সেল এর ব্যবসা ইতিমধ্যেই নষ্ট হয়েছে গড়িয়াহাটের ব্যবসায়ীদের। তাই মন খারাপ নিয়েই সামান্য সময়ের জন্য মঙ্গলবার দোকান খুলে নববর্ষের পুজোটাই দিলেন গড়িয়াহাটের ব্যবসায়ীরা।

তবে সব ব্যবসায়ী নয়, মঙ্গলবার সকালে গুটিকয়েক দোকান খোলা দেখা গেল। তবে সেগুলি শুধুমাত্র পয়লা বৈশাখের পুজো দেওয়ার জন্যই। পুরোহিত নয়, নিজেরাই মন্ত্র পড়ে পুজো করলেন। পুজো দিতে আসা গড়িয়াহাট মার্কেটের এক ব্যবসায়ী বলেন, "পুজো দিয়ে হালখাতা করে নিজের মনটাকে সন্তুষ্ট রাখলাম। প্রার্থনা করেছি যাতে করোনা ভাইরাস মুক্ত হয়ে দ্রুত আমরা নিজেদের জীবনে ফিরে যেতে পারি।" তবে নববর্ষের দিনে ও কার্যত শুনশান থাকলো গড়িয়াহাট চত্বর।
advertisement
advertisement
দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মার্কেটের এই ছবি দেখে কেউই অভ্যস্ত নয়। বিশেষত নববর্ষের দিন বা তার আগের চৈত্র সেল-এর দিনগুলোতে এই ছবি তো একেবারেই দেখা যায় না। কিন্তু এবছর করোনাভাইরাস ও তার জেরে চলা লকডাউন সেই ছবিটাই তুলে দিল। গতবছর নববর্ষের দিন রেকর্ড ভিড় হয়েছিল গড়িয়াহাট মার্কেটে। নতুন জামা-কাপড় কিনতে পয়লা বৈশাখের আগে আগেই পা রাখার জায়গা থাকে না গড়িয়াহাট চত্বর জুড়ে। কিন্তু এবছর লকডাউন কার্যত ছবিটা উল্টে দিল। গড়িয়াহাট মার্কেটের ছোট বড় ব্যবসায়ীরা বলছেন পহেলা বৈশাখের দিকে তাকিয়ে কয়েক কোটি টাকা বিনিয়োগ করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু লকডাউন ও করোনাভাইরাস এর সংক্রমণের জেরে কিভাবে এই আর্থিক ক্ষতি সামলাবে তা নিয়ে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের।
advertisement
SOMRAJ BANDOPADHAYAY
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 14, 2020 12:44 PM IST