#লস এঞ্জেলস: ছুটে আসছে ট্রেন৷ রেলগেটের একধার থেকে ঘুরে রেলগেট পেরিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন অন্য একটি গাড়ির চালক৷ কিন্তু ওপাশ থেকে যে ঝড়ের গতিতে ট্রেন ছুটে আসছে, সেটা লক্ষ্য করেননি তিনি৷ তাই ভুল করে ঢুকে পড়লেন লাইনের ওপর৷ সঙ্গে সঙ্গে ছুটে এসে সেই গাড়িতে ধাক্কা মারল ট্রেনটি৷ লস এঞ্জেলসের মেট্রোর এই দুর্ঘটনার ভিডিও দেখলে য়ে কেউ চমকে যাবেন৷
This could’ve had a tragic outcome. Fortunately the driver survived with minor injuries, but this should serve as a good reminder to all of us — pay attention near train tracks, and always obey all traffic signals and devices. pic.twitter.com/udDSkeDTPn
— LAPD HQ (@LAPDHQ) March 5, 2020
ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িটি রেল লাইনের ওপর আসতেই সজোরে ট্রেনে ধাক্কা মারল৷ আর গাড়িটি ছিটকে গিয়ে পড়ল বেশ কিছুটা দুরে রেল লাইনের লোহার বেড়ায়৷ যদিও গাড়ির চালক এই ঘটনায় বেঁচে গিয়েছেন বলেই জানিয়েছে প্রশাসন৷
লস এঞ্জেলস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ট্যুইটারে এই ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘এই ঘটনাযর পরিণতি ভয়ানক হতেই পারত৷ কিন্তু অলৌকিকভাবে চালক ঘটনার পর বেঁচে গিয়েছেন৷ তবে এই ভিডিও আমাদের দরকারি শিক্ষাটি দিয়ে গেল৷ রেললাইনের কাছাকাছি এলেই আলাদা করে গাড়ির চালককে খেয়াল রাখতে হবে, কোনওদিক থেকে ট্রেন আসছে কি না আর মেনে চলতে হবে সিগন্যাল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Traffic Rule, Train