হোম /খবর /দেশ /
ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল গাড়ি, অলৌকিক ভাবে প্রাণে বাঁচলেন চালক

ট্রেনের ধাক্কায় কয়েক হাত দুরে গিয়ে পড়ল গাড়ি, অলৌকিক ভাবে প্রাণে বাঁচলেন চালক, দেখুন ভিডিও

লস এঞ্জেলসের মেট্রোর এই দুর্ঘটনার ভিডিও দেখলে য়ে কেউ চমকে যাবেন

  • Last Updated :
  • Share this:

#লস এঞ্জেলস: ছুটে আসছে ট্রেন৷ রেলগেটের একধার থেকে ঘুরে রেলগেট পেরিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন অন্য একটি গাড়ির চালক৷ কিন্তু ওপাশ থেকে যে ঝড়ের গতিতে ট্রেন ছুটে আসছে, সেটা লক্ষ্য করেননি তিনি৷ তাই ভুল করে ঢুকে পড়লেন লাইনের ওপর৷ সঙ্গে সঙ্গে ছুটে এসে সেই গাড়িতে ধাক্কা মারল ট্রেনটি৷ লস এঞ্জেলসের মেট্রোর এই দুর্ঘটনার ভিডিও দেখলে য়ে কেউ চমকে যাবেন৷

ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িটি রেল লাইনের ওপর আসতেই সজোরে ট্রেনে ধাক্কা মারল৷ আর গাড়িটি ছিটকে গিয়ে পড়ল বেশ কিছুটা দুরে রেল লাইনের লোহার বেড়ায়৷ যদিও গাড়ির চালক এই ঘটনায় বেঁচে গিয়েছেন বলেই জানিয়েছে প্রশাসন৷

লস এঞ্জেলস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ট্যুইটারে এই ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘এই ঘটনাযর পরিণতি ভয়ানক হতেই পারত৷ কিন্তু অলৌকিকভাবে চালক ঘটনার পর বেঁচে গিয়েছেন৷ তবে এই ভিডিও আমাদের দরকারি শিক্ষাটি দিয়ে গেল৷ রেললাইনের কাছাকাছি এলেই আলাদা করে গাড়ির চালককে খেয়াল রাখতে হবে, কোনওদিক থেকে ট্রেন আসছে কি না আর মেনে চলতে হবে সিগন্যাল৷

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Accident, Traffic Rule, Train