পিএনবি দুর্নীতি কাণ্ডে বড়সড় পদক্ষেপ করতে চলেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করে করে ফেরার হিরে ব্যাবসায়ী নীরব মোদি ৷
#নয়াদিল্লি: পিএনবি দুর্নীতি কাণ্ডে বড়সড় পদক্ষেপ করতে চলেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করে করে ফেরার হিরে ব্যাবসায়ী নীরব মোদি ৷আরও পড়ুন : সোনার মেয়েকে সংবর্ধনা তেলেঙ্গানা সরকারেরনীরব মোদিকে ধরার জন্য আইনের আশ্রয় নিতে চলেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ শনিবার ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে হংকং এর হাইকোর্টে নীরব মোদি ও তাঁর কাকা মেহুল চেকসিকে যাতে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেওয়া হয় এমনটাই আবেদন করা হবে ৷পিএনবি কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই দেখা গেছে নীরব মোদি ও মেহুল চেকসি ফেরার হয়ে বিদেশে গা ঢাকা দিয়ে আছেন ৷
আরও পড়ুন : ওষুধের ভুল প্রয়োগ জীবজন্তুর পরিবর্তে মানুষের ওপর, অসুস্থরা হাসপাতালে ভর্তি২০১১ এ ঋণ নিয়েছিলেন কিন্তু এতদিনেও কেন পরিশোধ প্রক্রিয়া শুরু করেননি ব্যাঙ্ক তা খতিয়ে দেখতেই গরমিল প্রকাশ্যে আসে ৷এপ্রিলেই বিদেশমন্ত্রক বেশ কয়েক দফায় হংকং সরকারকে নীরব মোদিকে গ্রেফতারে পদক্ষেপ করতে অনুরোধ করে ৷ এখন সেই রাস্তায় হাঁটতে শুরু করল পিএনবি কর্তৃপক্ষ ৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।