কুয়াশার জেরে গোটা দেশে বাতিল মোট ১৪০ টি ট্রেন
Last Updated:
পরিবর্তন ঘটেনি পরিস্থিতির ৷ সোমবারও ঘন কুয়াশার দাপট অব্যাহত ৷ কুয়াশার জেরে মঙ্গলবারও অব্যাহত ট্রেন-হয়রানি ৷ কয়াশায় আজও বিঘ্নিত বিমান ও ট্রেন চলাচল ৷
#নয়াদিল্লি: পরিবর্তন ঘটেনি পরিস্থিতির ৷ সোমবারও ঘন কুয়াশার দাপট অব্যাহত ৷ কুয়াশার জেরে মঙ্গলবারও অব্যাহত ট্রেন-হয়রানি ৷ কয়াশায় আজও বিঘ্নিত বিমান ও ট্রেন চলাচল ৷
দৃশ্যমনাতা কম থাকায় পাঁচটি আন্তর্জাতিক বিমানে সময়সূচি বদলানো হয়েছে ৷ আটটি আন্তর্দেশীয় বিমান নামতে দেরি হয়েছে ৷ বাতিল করা হয়েছে দুটি উড়ান ৷
কুয়াশার জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও ৷ এর ফলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা করাটা সকালের দিকে এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ৷ আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ভোর ৫টা নাগাদ দৃশ্যমানতা সব থেকে কম ছিল ৷ কিন্তু পরে তা আসতে আসতে ঠিক হয় ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা ৷
advertisement
advertisement
#DelhiFog 5 International flights from/to Delhi delayed; 8 domestic flights delayed, 2 cancelled due to foggy weather. pic.twitter.com/idjZmEXDSs
— ANI (@ANI_news) December 13, 2016
কুয়াশের জেরের ব্যাহত রেল পরিষেবাও ৷ রেলের তরফে জানানো হয়েছে সময়সূচি বদলেছে বহু দূরপাল্লা ও স্বল্প দূরপাল্লার ট্রেনের। ৮১টি ট্রেন দেরিতে চলছে ৷ ১০টি ট্রেনের সময়সূচি বদল করা হচ্ছে ৷ বাতিল ৫টি দূরপাল্লার ট্রেন ৷ ট্রেন দেরিতে চলায় সোমবার হাজার খানেক যাত্রী আটকে পড়েছিল ৯০টি ট্রেনে ৷
advertisement
#DelhiFog 81 trains running late, 10 rescheduled and 5 trains cancelled due to foggy weather conditions. pic.twitter.com/lBAgEOyplR — ANI (@ANI_news) December 13, 2016
দিল্লির পাশাপাশি কুয়াশার জেরে হাওড়াতেও ব্যাহত ট্রেন পরিষেবা ৷
কুয়াশার জেরে বাতিল কা হয়েছে হাওড়া-দিল্লি পূর্বা এক্সপ্রেস ৷ হাওড়াগামী মুম্বই মেল,দুন এক্সপ্রেস ৷ হাওড়াগামী অমৃতসর এক্সপ্রেস, মালদহগামী ফরাক্কা এক্সপ্রেস, আলিপুরদুয়ারগামী সিকিম - মহানন্দা এক্সপ্রেস ৷
advertisement
গোটা দেশে বাতিল হয়েছে মোট ১৪০ টি ট্রেন ৷ ৮১ টি ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 13, 2016 10:14 AM IST