কুয়াশার জেরে গোটা দেশে বাতিল মোট ১৪০ টি ট্রেন

Last Updated:

পরিবর্তন ঘটেনি পরিস্থিতির ৷ সোমবারও ঘন কুয়াশার দাপট অব্যাহত ৷ কুয়াশার জেরে মঙ্গলবারও অব্যাহত ট্রেন-হয়রানি ৷ কয়াশায় আজও বিঘ্নিত বিমান ও ট্রেন চলাচল ৷

#নয়াদিল্লি: পরিবর্তন ঘটেনি পরিস্থিতির ৷ সোমবারও ঘন কুয়াশার দাপট অব্যাহত ৷ কুয়াশার জেরে মঙ্গলবারও অব্যাহত ট্রেন-হয়রানি ৷ কয়াশায় আজও বিঘ্নিত বিমান ও ট্রেন চলাচল ৷
দৃশ্যমনাতা কম থাকায় পাঁচটি আন্তর্জাতিক বিমানে সময়সূচি বদলানো হয়েছে ৷ আটটি আন্তর্দেশীয় বিমান নামতে দেরি হয়েছে ৷ বাতিল করা হয়েছে দুটি উড়ান ৷
কুয়াশার জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও ৷ এর ফলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা করাটা সকালের দিকে এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ৷  আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ভোর ৫টা নাগাদ দৃশ্যমানতা সব থেকে কম ছিল ৷ কিন্তু পরে তা আসতে আসতে ঠিক হয় ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা ৷
advertisement
advertisement
কুয়াশের জেরের ব্যাহত রেল পরিষেবাও ৷ রেলের তরফে জানানো হয়েছে সময়সূচি বদলেছে বহু দূরপাল্লা ও স্বল্প দূরপাল্লার ট্রেনের। ৮১টি ট্রেন দেরিতে চলছে ৷ ১০টি ট্রেনের সময়সূচি বদল করা হচ্ছে ৷ বাতিল ৫টি দূরপাল্লার ট্রেন ৷ ট্রেন দেরিতে চলায় সোমবার  হাজার খানেক যাত্রী আটকে পড়েছিল ৯০টি ট্রেনে ৷
advertisement
দিল্লির পাশাপাশি কুয়াশার জেরে হাওড়াতেও ব্যাহত ট্রেন পরিষেবা ৷
কুয়াশার জেরে বাতিল কা হয়েছে হাওড়া-দিল্লি পূর্বা এক্সপ্রেস ৷ হাওড়াগামী মুম্বই মেল,দুন এক্সপ্রেস ৷ হাওড়াগামী অমৃতসর এক্সপ্রেস, মালদহগামী ফরাক্কা এক্সপ্রেস, আলিপুরদুয়ারগামী সিকিম - মহানন্দা এক্সপ্রেস ৷
advertisement
গোটা দেশে বাতিল হয়েছে মোট ১৪০ টি ট্রেন ৷ ৮১ টি ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কুয়াশার জেরে গোটা দেশে বাতিল মোট ১৪০ টি ট্রেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement