লাগামছাড়া মূল্যবৃদ্ধি দেশজুড়ে। সাধারণ মানুষের নাভিঃশ্বাস অবস্থা। অনেকেই বলছিলেন, পেট্রোল, ডিজেলের দাম কমলে এই মূল্যবৃদ্ধিতে রাশ টানা সম্ভব।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন টুইট করে জানিয়েছেন, পেট্রোলে সাড়ে ৯ টাকা, ডিজেলে ৭ টাকা লিটার প্রতি শুল্ক কমাল কেন্দ্র।
পেট্রোল, ডিজেলের দাম কমলে অনেকটাই স্বস্তি পাবেন সাধারণ মানুষ।
দিনকয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকট রাজ্যকে পেট্রোল, ডিজেলে শুল্ক ছাড়ের জন্য আর্জি জানিয়েছিলেন।
পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে কেন্দ্র এক্সাইস ডিউটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে জিনিসপত্রের দাম কিছুটা হলেও কমতে পারে এবার।
শুক্ল কমানোয় এবার পেট্রোল, ডিজেলের জন্য বছরে ১ লক্ষ কোটি টাকা কোষাগার থেকে দেবে কেন্দ্র।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।