বন্যায় বিপর্যস্ত গুজরাট ও রাজস্থান, ত্রাণশিবিরে ঠাঁই ২৫,০০০ ঘরহারার

Last Updated:

বন্যায় বিপর্যস্ত গুজরাট ও রাজস্থান, ত্রাণশিবিরে ঠাঁই ২৫,০০০ ঘরহারার

#নয়াদিল্লি: ভারী বর্ষণে নদী ও বাঁধ উপছে প্লাবিত গুজরাতের বিভিন্ন জেলা ৷ প্রবল বর্ষণে ক্রমাগত বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে গুজরাতে ৷ উদ্ধার কাজে নেমেছে সেনা, বায়ু সেনা, বিএসএফ ও বিপর্যয় মোকাবিলা দফতর ৷ অন্যদিকে রাজস্থানে জল ভেসে মৃত্যু হয়েছে দুই জনের ৷ প্রবল বর্ষণে শুধু গুজরাত নয়, পশ্চিমবঙ্গ ও ওড়িশাতেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷
এখনও পর্যন্ত গুজরাতের বানভাসি এলাকা থেকে ২৫,০০০ মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে ৷ এখনও প্রায় আড়াই হাজারের বেশি মানুষ জলবন্দি ৷ এরই মধ্যে দান্তিওয়াড়া ও ধারোই বাঁধ থেকে জল ছাড়া শুরু হতে নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ।
গত ২৪ ঘণ্টায় প্লাবিত বানাসকথা জেলা থেকে দশ হাজারেরও বেশি মানুষকে আহমেদাবাদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ সম্পূর্ণ বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা ৷ বিছিন্ন বিদ্যুৎ সংযোগ ৷ রাস্তা থেকে রেললাইন সবই জলের তলায় ৷ বানভাসি এলাকা থেকে জলবন্দি মানুষকে উদ্ধারে চপার ও নৌকাই সম্বল ৷ সোমবারও বন্যাবিধ্বস্ত জেলাগুলি চপারে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
advertisement
advertisement
gujrat-flood-1
ট্রেনলাইন জলের নীচে চলে যাওয়ায় দিল্লিগামী রাজধানী সহ বিভিন্ন ট্রেনের রুট বদলানো হয়েছে ৷
ভারি বৃষ্টিতে প্লাবিত মরুরাজ্য রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চল ৷ নদী, খাঁড়ি উপছে বানভাসি উদয়পুর, জালোর, সিরোহি, পালি, যোধপুর–সহ রাজস্থানের বহু জেলা।
বাংলা খবর/ খবর/দেশ/
বন্যায় বিপর্যস্ত গুজরাট ও রাজস্থান, ত্রাণশিবিরে ঠাঁই ২৫,০০০ ঘরহারার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement