বন্যায় বিপর্যস্ত গুজরাট ও রাজস্থান, ত্রাণশিবিরে ঠাঁই ২৫,০০০ ঘরহারার

Last Updated:

বন্যায় বিপর্যস্ত গুজরাট ও রাজস্থান, ত্রাণশিবিরে ঠাঁই ২৫,০০০ ঘরহারার

#নয়াদিল্লি: ভারী বর্ষণে নদী ও বাঁধ উপছে প্লাবিত গুজরাতের বিভিন্ন জেলা ৷ প্রবল বর্ষণে ক্রমাগত বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে গুজরাতে ৷ উদ্ধার কাজে নেমেছে সেনা, বায়ু সেনা, বিএসএফ ও বিপর্যয় মোকাবিলা দফতর ৷ অন্যদিকে রাজস্থানে জল ভেসে মৃত্যু হয়েছে দুই জনের ৷ প্রবল বর্ষণে শুধু গুজরাত নয়, পশ্চিমবঙ্গ ও ওড়িশাতেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷
এখনও পর্যন্ত গুজরাতের বানভাসি এলাকা থেকে ২৫,০০০ মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে ৷ এখনও প্রায় আড়াই হাজারের বেশি মানুষ জলবন্দি ৷ এরই মধ্যে দান্তিওয়াড়া ও ধারোই বাঁধ থেকে জল ছাড়া শুরু হতে নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ।
গত ২৪ ঘণ্টায় প্লাবিত বানাসকথা জেলা থেকে দশ হাজারেরও বেশি মানুষকে আহমেদাবাদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ সম্পূর্ণ বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা ৷ বিছিন্ন বিদ্যুৎ সংযোগ ৷ রাস্তা থেকে রেললাইন সবই জলের তলায় ৷ বানভাসি এলাকা থেকে জলবন্দি মানুষকে উদ্ধারে চপার ও নৌকাই সম্বল ৷ সোমবারও বন্যাবিধ্বস্ত জেলাগুলি চপারে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
advertisement
advertisement
gujrat-flood-1
ট্রেনলাইন জলের নীচে চলে যাওয়ায় দিল্লিগামী রাজধানী সহ বিভিন্ন ট্রেনের রুট বদলানো হয়েছে ৷
ভারি বৃষ্টিতে প্লাবিত মরুরাজ্য রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চল ৷ নদী, খাঁড়ি উপছে বানভাসি উদয়পুর, জালোর, সিরোহি, পালি, যোধপুর–সহ রাজস্থানের বহু জেলা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বন্যায় বিপর্যস্ত গুজরাট ও রাজস্থান, ত্রাণশিবিরে ঠাঁই ২৫,০০০ ঘরহারার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement