#তিরুঅনন্তপুরম: প্রবল বৃষ্টিতে ফের বিপর্যস্ত কেরল । অতিভারি বৃষ্টিতে কোচি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে রবিবার দুপুর ৩ টে পর্যন্ত । পেরিয়ার নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল, ফলে বিমানবন্দরের নিকটবর্তী একটি বাঁধে বাড়ছে জলের মাত্রাও।
ওয়েনাডে প্রবল বৃষ্টিতে ভূমিধ্বস নামে যার জেরে আটকে পড়েন প্রায় ৫০০ স্থানীয় বাসিন্দা । ধ্বংসস্তুপের নীচে আটকে পড়েছিলেন প্রায় ১৫০ জন, ২০০ জন গুরুতর আহত। ক্ষতিগ্রস্ত হয়েছে চা বাগান কর্মীদের বাড়িঘরও ।
ঘটনাস্থলে উপস্থিত বিপর্যয় মোকাবিলা বাহিনী কিন্তু একাধিক ভূমিধ্বসের কারণে উদ্ধারকাজ চালাতেও সমস্যা হচ্ছে।
Kerala State Disaster Management Authority (KDSMA): 22,165 people have been evacuated to safety and lodged in 315 camps across the state. #KeralaRains pic.twitter.com/x8ZLii00OM
— ANI (@ANI) August 9, 2019
কেরলে জারি হয়েছে রেড অ্যালার্ট, ওয়েনাড, ইদুক্কী, মালাপ্পুরম ও কোঝিকোড় সহ ১৪টি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ । স্থগিত রাখা হয়েছে পরীক্ষা । বন্যাপীড়িত এলাকা থেকে এখনও পর্যন্ত ২২,০০০ মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kerala, Kerala Flood, Monsoon