হড়কা বানে ভাসতে পারে অরুণাচল, স্থানীয়দের সরানো হল নিরাপদ স্থানে

Last Updated:
#ইটানগর: হড়কা বানের সম্ভাবনায় অরুণাচলের সিয়াং নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে । গতকালই ভূমিধ্বসের কারণে কৃত্রিম হ্রদ তৈরি হওয়ার কারণে বন্যা সতর্কতা জারি করেছিল চিন ।
প্রথম দফার জল অরুণাচলের পূর্ব সিয়াং-এ পৌঁছানোর পরই জারি হয় অতিরিক্ত সতর্কতা । যদিও জলের সীমা বিপদসীমার মধ্যেই ছিল । বিষয়টির উপর নজর রাখছে জলসম্পদ মন্ত্রকের আধিকারিকরা ।বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলও অরুণাচলে উপস্থিত হয়েছে ।
advertisement
advertisement
চিনের রাষ্ট্রদূত মুখপাত্র জি রং জানিয়েছেন চিনে বিপর্যয় তথ্য আদান প্রদান ব্যবস্থা চালু হয়েছে । বুধবার তিব্বতের ইয়ালুজাংবু নদীর নিম্ন উপত্যকায় ভূমিধ্বসের পর জারি করা হয়েছে বন্যা সতর্কতা ।
বাংলা খবর/ খবর/দেশ/
হড়কা বানে ভাসতে পারে অরুণাচল, স্থানীয়দের সরানো হল নিরাপদ স্থানে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement