আঙুলে ভোটচিহ্ন নিয়ে ছবি তোলার এটা নয়া স্টাইল, সমানাধিকারের বার্তা দিয়ে শেখালো ফ্লিপকার্ট

Last Updated:
#কলকাতা: দিনকতক আগে থেকে শুরু প্রচার। রাস্তা-ঘাটে বিভিন্ন দলের রঙ -বেরঙের ফেস্টুন-পতাকা। দেওয়ালে অমুক চিহ্নে ভোট দিন। আর ভোটগ্রহণের দিনটা-কাকভোর হতে না হতেই লম্বা লাইনে ভোটাররা। সব কাজ ফেলে বুথমুখী সাধারণ মানুষ । যেন একটা উৎসব। এই বিশেষণটাই আকছার হয়ে এসেছে ভোটাধিকার প্রয়োগ নিয়ে।
ভোট মানে তো শুধুই ভোটাধিকার প্রয়োগ নয়। ভোট মানে নয় শুধুই একটা রাজনৈতিক দলকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় আনা । ভোটগ্রহণের দিনটা মানে তুমি, আমি, আমরা, তোমরা—সবাই এক। সবাই সেদিন লাইনে দাঁড়িয়ে মাত্র একটাই ভোট দিতে পারেন। একটা বেশিও না। একটা কমও না। সে দিন সামনের মানুষটার দিকে আঙুল তুলে বলা যায় তুমি—আমি একই।
advertisement
আর এই নতুন ভাবনাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ফ্লিপকার্ট। এই কোম্পানি সম্প্রতি ‘ইক্যুয়ালস’ ডে’ নামে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে সমানাধিকারের বার্তার পাশাপাশি ভোটদানের পর ভোটচিহন নিয়ে ছবি তোলার বিশেষ স্টাইলও দেখানো হয়েছে। আসলে গোটাটাই ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার বার্তা। তাই আর দেরি না করে দেখে নিন সেই ভিডিও-
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
আঙুলে ভোটচিহ্ন নিয়ে ছবি তোলার এটা নয়া স্টাইল, সমানাধিকারের বার্তা দিয়ে শেখালো ফ্লিপকার্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement