Ethiopia Volcano: 'দেশ জুড়ে স্বাভাবিক রয়েছে বিমান পরিষেবা', যাত্রীদের আশ্বস্ত করে জানাল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Ethiopia Volcano: ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক মঙ্গলবার বলেছে, দেশের সব জায়গায় বিমান পরিষেবা 'মসৃণ এবং স্থিতিশীল' রয়েছে। ইথিওপিয়া থেকে আগ্নেয়গিরির ছাই উড়ে আসায় সাময়িক সমস্যা তৈরি হলেও।
ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক মঙ্গলবার বলেছে, দেশের সব জায়গায় বিমান পরিষেবা ‘মসৃণ এবং স্থিতিশীল‘ রয়েছে। ইথিওপিয়া থেকে আগ্নেয়গিরির ছাই উড়ে আসায় সাময়িক সমস্যা তৈরি হলেও। যাত্রীদের আশ্বস্ত করে বলা হয়েছে, চিন্তার কোনও কারণ নেই।
advertisement
advertisement
একটি বিবৃতিতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ২৩ নভেম্বর ইথিওপিয়াতে অগ্ন্যুৎপাত এবং ছাই মেঘের পূর্ব দিকে সরে যাওয়ার পর থেকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, Air Traffic Control (ATC), India Meteorological Department (IMD), বিমান সংস্থাগুলি এবং Airports Authority of India (AAI) বিষয়টি নিয়ে ওয়াকিবহাল রয়েছে। AAI ইতিমধ্যেই প্রয়োজনীয় NOTAM জারি করেছে, এবং সমস্ত প্রভাবিত ফ্লাইটকে রিয়েল টাইমে জানানো হয়েছে, মন্ত্রণালয় জানিয়েছে।
advertisement
“দেশ জুড়ে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে, শুধু কয়েকটি বিমান আগাম সতর্কতা হিসাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সময়মতো আপডেট দেব,” MoCA যোগ করেছে।
advertisement
ইথিওপিয়ার হেইলি গাব্বি আগ্নেয়গিরিতে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত৷ সেই অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির ছাই উড়ে আসছে ভারতের দিকে৷ দ্রুত ছাই উত্তর এবং পশ্চিম ভারতের একাংশে প্রবেশ করবে বলেই জানিয়েছে ইন্ডিয়ামেস্কাই৷ এই পরিস্থিতিতে সকালে জানা গিয়েছিল বেশ কিছু উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক বিমান সংস্থা৷ বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জন্য সতর্কতামূলক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 25, 2025 6:00 PM IST

