Gurugram News: অটো লক দরজা বন্ধ হয়ে ফ্ল্যাটে একা, গুরুগ্রামে তেইশ তলার বারান্দা থেকে নীচে ৫ বছরের বালক!

Last Updated:

রুদ্র তেজ সিং নামে ওই শিশুটি গুরুগ্রামের সেক্টর ৬২-র পাওনিয়ার প্রেসিডিয়া হাউজিং সোসাইটিতে থাকত৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
গুরুগ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ বছরের শিশুর৷ ২৩ তলার ব্যালকনি থেকে নীচে পড়ে যায় ৫ বছরের ওই বালক৷ শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে গুরুগ্রামের সেক্টর ৬২-তে৷
জানা গিয়েছে, রুদ্র তেজ সিং নামে ওই শিশুটি গুরুগ্রামের সেক্টর ৬২-র পাওনিয়ার প্রেসিডিয়া হাউজিং সোসাইটিতে থাকত৷ শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ খেলে আবাসনে নিজেদের ফ্ল্যাটে ফেরে সে৷ সেই সময় ওই বালকের সঙ্গে গৃহ পরিচারক ছিলেন৷
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, খেলে ফেরার সময় লিফট থেকে নেমেই ওই শিশুটি ছুটে ফ্ল্যাটের ভিতরে ঢুকে যায়৷ ফ্ল্যাটের সদর দরজায় অটো লক সিস্টেম থাকায় দরজাটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়৷ ফলে শিশুটির সঙ্গে থাকা পরিচারক ফ্ল্যাটে ঢুকতে পারেননি৷ ভিতর থেকে দরজা তালাবন্ধ হয়ে যাওয়ায় ওই পরিচারক দরজা খুলতেও পারেননি৷
advertisement
advertisement
সেই সময় ফ্ল্যাটে আর কেউ ছিলেন না৷ শিশুটির বাবা প্রকাশ চন্দ্র একজন নির্মাণ ব্যবসায়ী৷ তার মা পেশায় চিকিৎসক৷ দু জনেই তখন বাড়ির বাইরে ছিলেন৷ ফলে ফাঁকা ফ্ল্যাটে ভয় পেয়ে গিয়ে শিশুটি কান্নাকাটি করতে থাকে৷ ঘাবড়ে গিয়ে সে ফ্ল্যাটের ব্যালকনিতে চলে যায়৷
আতঙ্কিত শিশুটি বারান্দায় গিয়ে কাপড় শুকনোর জন্য ব্যবহৃত একটি ধাতব রডের উপরে উঠে সাহায্য চেয়ে চিৎকার করতে থাকে৷ তখনই ভারসাম্য হারিয়ে তেইশ তলার ব্যালকনি থেকে নীচে পড়ে যায় শিশুটি৷
advertisement
সঙ্গে সঙ্গেই শিশুটিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান আবাসনের অন্যান্য বাসিন্দারা৷ যদিও চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷ বাবা মায়ের একমাত্র সন্তান ছিল রুদ্র৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gurugram News: অটো লক দরজা বন্ধ হয়ে ফ্ল্যাটে একা, গুরুগ্রামে তেইশ তলার বারান্দা থেকে নীচে ৫ বছরের বালক!
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement