corona virus btn
corona virus btn
Loading

নয়ডায় নৃশংসতা! নর্দমায় তরমুজের খোল, ভিতরে ৫ মাসের কন্যা-ভ্রুণ

নয়ডায় নৃশংসতা! নর্দমায় তরমুজের খোল, ভিতরে ৫ মাসের কন্যা-ভ্রুণ
ছবিটি প্রতীকী ও সংগৃহীত
  • Share this:

#নয়ডা: নর্দমায় পড়েছিল তরমুজের খোলটি৷ শাঁস বের করে নেওয়া তরমুজটির ভিতরে মিলল একটি কন্যা সন্তানের ভ্রুণ৷ ভ্রুণটির বয়স ৫ মাস৷ নৃশংস ঘটনাটির সাক্ষী হল নয়ডার সেক্টর ৯৩-র গেঝা গ্রামে৷

সোমবার সকালে নর্দমা পরিষ্কার করছিলেন সাফাইকর্মীরা৷ সেই সময়ই একটি তরমুজ নর্দমা থেকে তুলে জঞ্জালের গাড়িতে রাখতে গিয়ে, তরমুজটি ভেঙে যায়৷ দেখা যায়, শাঁস বের করে নেওয়া তরমুজের খোলে রয়েছে একটি ভ্রুণ৷ নয়ডার ফেজ ২ পুলিশ স্টেশনের অফিসার ফারমুদ আলি পুন্ডির জানিয়েছেন, কাল্লু নামে একজন সাফাইকর্মীই পুলিশে খবর দেন৷

এরপরই পুলিশ এফআইআর দায়ের করেছে৷ ভারতীয় দণ্ড বিধি অনুসারে, ২০ সপ্তাহের বেশি বয়সের ভ্রুণ হত্যা করা দণ্ডণীয় অপরাধ৷

First published: June 11, 2019, 8:21 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर