Cold wave in Delhi: টানা ৫ দিনের শৈত্য়প্রবাহ, হিমাচলের থেকেও হাড় কাঁপানো ঠান্ডা দিল্লিতে! সঙ্গে দোসর কুয়াশা

Last Updated:

দিল্লির অধিকাংশ জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গার থেকে নীচে নেমে এসেছে।

ঠান্ডা, কুয়াশায় জুবুথুবু দিল্লিবাসী। Photo-PTI
ঠান্ডা, কুয়াশায় জুবুথুবু দিল্লিবাসী। Photo-PTI
#দিল্লি: টানা পাঁচ দিনের শৈত্য় প্রবাহে রীতিমতো কাঁপছে গোটা উত্তর ভারত। কনকনে ঠান্ডার সঙ্গে সাধারণ মানুষের হয়রানি বাড়িয়েছে ঘন কুয়াশা। যার জেরে প্রতিদিন সকালেই রেল, বিমান এবং যান চলাচলও থমকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। কুয়াশার কারণে দৃশ্য়মানতা কমে গিয়ে ঘটছে পথ দুর্ঘটনা। পাশাপাশি বায়ু দূষণের মাত্রাও বাড়ছে। এ দিন কুয়াশার কারণে জোড়া পথ দুর্ঘটনায় উত্তর প্রদেশে সাত জনের মৃত্য়ু হয়েছে।
সোমবার পর্যন্ত টানা পাঁচ দিন দিল্লিতে শৈত্য় প্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে। ঘন কুয়াশার কারণে দৃশ্য়মানতা ২৫ মিটারে নেমে আসে। আজও দিল্লি এবং উত্তর প্রদেশের বহু জায়গাতেই কুয়াশার কারণে দৃশ্য়মানতা ৫০ মিটারের নীচে নেমে এসেছে। সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা তো রয়েইছে।
advertisement
advertisement
ভারতীয় আবহবিজ্ঞান দফতর আজও দেশের বিভিন্ন জায়গায় লাল এবং হলুদ সতর্কতা জারি করেছে। পঞ্জাব থেকে হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ হয়ে বিহার পর্যন্ত কুয়াশার ঘন চাদর বজায় থাকবে বলেই আবহ দফতরের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ঠান্ডায় রীতিমতো কাবু হয়ে গিয়েছে রাজধানী দিল্লি। কারণ দিল্লির অধিকাংশ জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গার থেকে নীচে নেমে এসেছে। টানা পাঁচ দিন ধরে এই পরিস্থিতি বজায় রয়েছে।
advertisement
আবহবিদরা বলছেন, উত্তর ভারতের বরফে ঢাকা পাহাড়ি অঞ্চল থেকে ঠান্ডা বাতাস হু হু করে ঢুকছে। বায়ুমণ্ডলে পশ্চিমি ঝঞ্ঝার মতো বাধা তৈরি না হওয়ায় একটানা এই কনকনে ঠান্ডার দাপট বজায় থাকছে।
মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘন কুয়াশার কারণে উত্তর ভারতে অন্তত ৩৬টি ট্রেন দেরিতে চলছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। খারাপ আবহাওয়ার কারণে এখনও পর্যন্ত সবমিলিয়ে ২৬৭টি ট্রেন চলাচলে দেরি হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। অন্য়দিকে ঘন কুয়াশার কারণে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০টি বিমান ওঠানামায় দেরি হয়েছে। পাঁচটি বিমানকে অন্য়ত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে রাজস্থানও।
advertisement
উত্তর ভারতের পাশাপাশি কনকনে ঠান্ডায় কাঁপছে পূর্ব ভারতের ওড়িশাও। কোরাপুট জেলার সিমলিগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৩.৭ ডিগ্রিতে নেমে এসেছে। অন্য়দিকে সুন্দরগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৩ ডিগ্রিতে নেমে গিয়েছে। ফুলবানি এবং ঝাড়সুগুদায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৪.৯ ডিগ্রি এবং ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তর প্রদেশের এটাওয়াতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cold wave in Delhi: টানা ৫ দিনের শৈত্য়প্রবাহ, হিমাচলের থেকেও হাড় কাঁপানো ঠান্ডা দিল্লিতে! সঙ্গে দোসর কুয়াশা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement