#পুঞ্চ: ফের বিনাপ্ররোচনায় কাশ্মীরের পুঞ্চে হামলা চালালো পাকিস্তান ৷ রবিবার সকালে পুঞ্চের বালাকোট সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করে পাক সেনা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ সাধারণ নাগরিকের ৷ গুরুতর আহত দু’জন নাগরিক ৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ মৃত পাঁচ জনই একই পরিবারেরে সদস্য বলে জানা গিয়েছে৷
জন্ম-কাশ্মীরের ডিজিপি এসপি বৈদ জানান, পাক হামলায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন দু’জন ৷ ভারতীয় সেনা এই হামলার যোগ্য জবাব দিয়েছে বলেও জানিয়েছেন এসপি বৈদ ৷