একের পর এক লকডাউন স্ট্র্যাটেজি ব্যর্থ, তাই মোদিজি এখন ব্যাকফুটে: রাহুল গান্ধি

Last Updated:

রাহুলের বক্তব্য, একের পর একটা লকডাউন হয়ে চলেছে৷ তাতে আদপেই কিন্তু করোনা সংক্রমণ আটকাতে কোনও সুবিধা হচ্ছে না৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের সঙ্গে প্রাথমিক ভাবে ২১ দিনের যুদ্ধে পরাজিত হয়েছেন৷ তাই এখন ব্যাকফুটে চলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার ভিডিও কনফারেন্স সাংবাদিক বৈঠকে এ ভাবেই প্রধানমন্ত্রীর সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ প্রধানমন্ত্রীকে রাহুলের আবেদন, ফ্রন্টফুটে খেলুন৷ পিছিয়ে যাবেন না৷
advertisement
রাহুলের বক্তব্য, একের পর একটা লকডাউন হয়ে চলেছে৷ তাতে আদপেই কিন্তু করোনা সংক্রমণ আটকাতে কোনও সুবিধা হচ্ছে না৷ তাঁর কথায়, 'প্রধানমন্ত্রী অস্বীকার করতে পারবেন না, তাঁর প্রথম প্ল্যান ফেল করেছে৷ প্রধানমন্ত্রী ব্যাকফুটে চলে গেলেন৷ আমি ওঁকে অনুরোধ করব, দয়া করে ফ্রন্টফুটে খেলুন৷ অতীতে কী ঘটেছে, তা নিয়ে আমি সমালোচনা করছি না৷ আমার চিন্তায় দেশের বর্তমান এবং ভবিষ্যত্‍৷'
advertisement
মোদির সমালোচনা করে রাহুল বলেন, 'দু মাস আগে প্রধানমন্ত্রী বললেন, আমরা ২১ দিনের একটি লড়াই লড়ব Covid-19-এর বিরুদ্ধে৷ উনি ভেবেছিলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে ২১ দিনেই জিতে যাবেন৷ লকডাউনের উদ্দেশ্য পূরণ হয়নি৷ করোনা ভাইরাস সংক্রমণ বেড়েছে৷ এ বার কেন্দ্রের পরবর্তী স্ট্র্যাটেজি কী? আমাদের দরকার টাকার জোগান বাড়ানো৷ এটা না-হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে৷ করোনা ভাইরাসের সমস্যাকেও ছাপিয়ে গিয়েছে দেশের বেকারত্বের হার৷'
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
একের পর এক লকডাউন স্ট্র্যাটেজি ব্যর্থ, তাই মোদিজি এখন ব্যাকফুটে: রাহুল গান্ধি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement