অপারেশন সিঁদুরে ঘুম উড়িয়েছিল পাকিস্তানের! আজ লখনউ থেকেই উড়ান দেশীয় সেই ব্রহ্মস মিসাইলের, উদ্বোধনে রাজনাথ
- Published by:Ankita Tripathi
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
আজ লখনউয়ে ইতিহাস গড়ার প্রস্তুতি। উত্তরপ্রদেশের রাজধানীতে আজই রোল আউট হতে চলেছে দেশের তৈরি প্রথম ব্যাচের ব্রহ্মস মিসাইল।
লখনউ: আজ লখনউয়ে ইতিহাস গড়ার প্রস্তুতি। উত্তরপ্রদেশের রাজধানীতে আজই রোল আউট হতে চলেছে দেশের তৈরি প্রথম ব্যাচের ব্রহ্মস মিসাইল। লখনউয়ের ব্রহ্মস ইউনিট থেকেই এই মিসাইলগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই কেন্দ্রেই মিসাইলের সংযোজন, পরীক্ষা ও মান যাচাইয়ের কাজ সম্পূর্ণ হবে দেশীয় প্রযুক্তির মাধ্যমে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে রাজ্য সরকারের হাতে জিএসটি বিল ও চেক তুলে দেওয়া হবে, যা প্রতিরক্ষা শিল্প করিডোরে উত্তরপ্রদেশের অগ্রগতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। প্রথম পর্যায়ে বছরে প্রায় একশো মিসাইল তৈরির লক্ষ্যে কাজ শুরু হচ্ছে এই কারখানায়। পাশাপাশি টাইটানিয়াম ও বিশেষ ধাতু প্রক্রিয়াকরণ কেন্দ্রও গড়ে তোলা হচ্ছে, যা ভবিষ্যতে বিমান ও মিসাইল নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
advertisement
advertisement
প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক অপারেশন ‘সিন্দূর’-এর সময় ব্রহ্মস মিসাইলের সাফল্যই এই প্রকল্পের গতি আরও বাড়িয়েছে । সেই অভিযানে পাকিস্তান সীমান্তের ওপারে সন্ত্রাসী ঘাঁটিতে নির্ভুল আঘাত হানতে ব্যবহার করা হয়েছিল বিমান থেকে উৎক্ষেপিত ব্রহ্মস মিসাইল।
advertisement
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, অপারেশন সিন্দুর প্রমাণ করেছে ভারত এখন বিদেশি প্রযুক্তির উপর নির্ভর না করেও জটিল সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও স্বীকার করেছেন, ওই অভিযানে উত্তরপ্রদেশে তৈরি ব্রহ্মস মিসাইলই ভারতের গর্বের প্রতীক হয়ে উঠেছিল।
advertisement
বিশেষজ্ঞদের মতে, আজকের উদ্বোধন শুধু একটি নতুন কারখানার সূচনা নয়, বরং ভারতের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার দিক থেকে এক বড় পদক্ষেপ। ব্রহ্মস মিসাইল ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে নজর কেড়েছে। লখনউ ইউনিট চালু হলে তা দেশের প্রতিরক্ষা উৎপাদনকে আরও গতিশীল করবে এবং বিপুলসংখ্যক যুবক-যুবতীর জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবে। আজকের দিনটি তাই শুধু লখনউ নয়, গোটা ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে লিপিবদ্ধ হতে চলেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2025 12:27 PM IST