Firing Incident: মুম্বইগামী ট্রেনে হঠাৎ গুলি, নিহত ৪! গ্রেফতার আরপিএফ কনস্টেবেল
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Firing Incident: সোমবার, ভোরের দিকে মুম্বই সেন্ট্রাল এসএফ এক্সপ্রেসের ভিতরে দহিসার এবং মীরা রোডের মধ্যে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
মুম্বই: জয়পুর-মুম্বই প্যাসেঞ্জার ট্রেনের ভিতরে গুলিবর্ষণের ঘটনায় নিহত চার। এবং আহত বেশ কয়েকজন। সোমবার, ভোরের দিকে মুম্বই সেন্ট্রাল এসএফ এক্সপ্রেসের ভিতরে দহিসার এবং মীরা রোডের মধ্যে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (RPF) একজন কনস্টেবল চলন্ত ট্রেনের ভিতরে হঠাৎ তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়।
একজন অফিসার জানিয়েছেন যে, কনস্টেবলের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর এক ASI সহকর্মীর। আরও তিনজন যাত্রীও এই ঘটনায় গুলিবিদ্ধ হন এবং পরে তাঁরাও মারা যান। ইতিমধ্যে, আরপিএফ জওয়ানকে হেফাজতে নেওয়া হয়েছে বলে খবর।
advertisement
পশ্চিম রেলওয়ে এক বিবৃতিতে অনুসারে ‘পালঘর স্টেশন অতিক্রম করার পরে চলন্ত জয়পুর এক্সপ্রেস ট্রেনের ভিতরে একজন RPF কনস্টেবল হঠাৎ গুলি চালাতে শুরু করে। তিনি একজন আরপিএফ এএসআই এবং অন্য তিন যাত্রীকে গুলি করে দহিসার স্টেশনের কাছে ট্রেন থেকে লাফ দেন। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ট্রেন নম্বর 12956 জয়পুর-মুম্বাই সুপারফাস্ট এক্সপ্রেসের এসকর্টিং স্টাফ কনস্টেবল চেতন কুমার ঘটনাটি ঘটায়। তাঁর সহকর্মী এসকর্ট ইনচার্জ এএসআই টিকা রামকে গুলি করে। কনস্টেবল তাঁর সহকর্মীকে গুলি করে, প্রথমে যাত্রীদের বন্দুকের মুখে আটকে রেখেছিল।’
advertisement

রেলওয়ে সুরক্ষা বাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে, জয়পুর এক্সপ্রেস ট্রেনের (12956) ভিতরে গুলি চালানোর এই ঘটনার জেরে ASI সহ চারজন নিহত হয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2023 9:28 AM IST