প্রচার মিছিলে লেলিহান আগুনের শিখা, অল্পের জন্য রক্ষা পেলেন রাহুল গান্ধি
Last Updated:
এদিন ওই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়েছিলেন রাহুল ৷ ২৮ নভেম্বর নির্বাচন উপলক্ষ্যে ৮ কিলোমিটারের রোড শো করার কথা ছিল তাঁর ৷
#ভোপাল: অল্পের জন্য আগুনের গ্রাস থেকে রক্ষা পেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে ৷ এদিন ওই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়েছিলেন রাহুল ৷ ২৮ নভেম্বর নির্বাচন উপলক্ষ্যে ৮ কিলোমিটারের রোড শো করার কথা ছিল তাঁর ৷
রাহুলের রোড শো চলাকালীনই এই ঘটনাটি ঘটে ৷ মিছিলের পাশেই এক ব্যক্তি হাতে জ্বলন্ত প্রদীপ নিয়ে ঘোরাঘুরি করছিলেন ৷ সম্ভবত আরতি করার জন্য ওই জ্বলন্ত প্রদীপটি নিয়ে আসা হয়েছিল ৷ পাশের এক ব্যক্তির হাতে ছিল একগুচ্ছ গ্যাস বেলুন ৷ আকাশে ওড়ানোর জন্য আনা হচ্ছিল সেগুলি ৷ প্রদীপের সংস্পর্শে আসতেই তা দাউদাউ করে জ্বলে ওঠে ৷ তবে মুহূর্তের মধ্যেই তা নিভিয়ে দেওয়া হয় ৷ অল্পের জন্য রক্ষা পান কংগ্রেস সভাপতি ৷
advertisement
জব্বলপুরের পুলিশ সুপারিন্টেডেন্ট আমিত সিং জানান, গ্যাস বেলুনে হিলিয়াম গ্যাস থাকে ৷ যা অত্যন্ত দাহ্য ৷ ওই গ্যাসে আগুন লাগার জন্যই তা দাউ দাউ করে জ্বলে উঠেছিল ৷ রাহুল গান্ধি সে সময় ঘটনাস্থল থেকে মাত্র ১৫ ফুট দূরত্বে ছিলেন ৷ তবে এই ঘটনায় কেউ আহত হননি ৷
advertisement
Fire Scare At Rahul Gandhi's Madhya Pradesh Rally As 'Aarti' Goes Wrong https://t.co/cCfYn5zcHL #TOI #indiegame #gamedev #unity3d #ABP #indiedev #travelblogger #socialmedia #blogger #GoLive #travel #CyberSecurity #Sundayread #FactCheck #LIVMCI #NewYork #MeToo #OPPOF9Pro #shepower pic.twitter.com/eCp7LaCb13
— Desire18.Com (@desirevile) October 7, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2018 1:09 PM IST